প্রি-ম্যাচিউর ইজাকুলেশান

প্রি-ম্যাচিউর ইজাকুলেশন কাটিয়ে উঠতে

সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা নিন দাম্পত্যজীবন আনন্দময় করে তুলুন।

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

 প্রি-ম্যাচিউর ইজাকুলেশন বলতে দ্রুত বীর্যপাত হওয়াকে বুঝায়।অনেক পুরুষ আছে যারা সঙ্গিনীর চাহিদার তুলনায় দ্রুত নিস্তেজ হয়ে পড়েন। যদি এটা কদাচিৎ ঘটে তাহলে তেমন সতর্ক হওয়ার কারণ নেই। কিন্তু যদি নিয়মিত আপনার ও আপনার সঙ্গিনীর ইচ্ছার চেয়ে এ ঘটনা ঘটে অর্থাৎ অন্তরঙ্গ সময় শুরু করার আগেই কিংবা একটু পরে আপনি নিস্তেজ হন-তাহলে বুঝতে হবে আপনার যে সমস্যাটি হচ্ছে তার নাম প্রি-ম্যাচিউর ইজাকুলেশন। এ ক্ষেত্রে অবশ্যই আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। প্রি-ম্যাচিউর ইজাকুলেশন একটি সাধারণ যৌনগত সমস্যা। পরিসংখ্যানে ভিন্নতা রয়েছে। তবে কিছু বিশেষজ্ঞের মতে, প্রতি তিনজন পুরুষের মধ্যে একজন এ সমস্যায় আক্রান্ত হন। যদিও এটি একটি সাধারণ সমস্যা, যার চিকিৎসা রয়েছে; কিন্তু অনেক পুরুষ এ বিষয়ে তাদের চিকিৎসকের সাথে কথা বলতে কিংবা চিকিৎসা নিতে সঙ্কোচ বোধ করেন। একসময়ে ধারণা করা হতো, প্রি-ম্যাচিউর ইজাকুলেশন এর কারণ হলো সম্পূর্ণ মানসিক; কিন্তু বর্তমানে বিশেষজ্ঞরা দেখেছেন, প্রি-ম্যাচিউর ইজাকুলেশনের

ক্ষেত্রে শারীরিক বিষয়গুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু পুরুষের ক্ষেত্রে প্রি-ম্যাচিউর ইজাকুলেশনের সাথে পুরুষত্বহীনতার সম্পর্ক রয়েছে। আপনি আর দ্রুত প্রি-ম্যাচিউর ইজাকুলেশন সমস্যা নিয়ে জীবন কাটাবেন না। বর্তমানে অনেক চিকিৎসা বেরিয়েছে- যেমন বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধ, মনস্তাত্ত্বিক কাউন্সেলিং ও বিভিন্ন যৌনপদ্ধতির শিক্ষা।


 এগুলো প্রি-ম্যাচিউর ইজাকুলেশনকে বিলম্ব করে আপনার ও আপনার সঙ্গিনীর সম্পর্ক মধুর করে তুলবে। অনেক পুরুষের ক্ষেত্রে সমন্বিত চিকিৎসা খুব ভালো কাজ করে।


উপসর্গ: একজন পুরুষ অন্তরঙ্গ সম্পর্ক এগিয়ে নিতে কতটা সময় নেবেন সে ব্যাপারে চিকিৎসাবিজ্ঞানে কোনো আদর্শ মাপ নেই। প্রি-ম্যাচিউর ইজাকুলেশনের প্রাথমিক লক্ষণ হলো নারী-পুরুষ উভয়ের পুলক লাভের আগেই পুরুষটির প্রি-ম্যাচিউর ইজাকুলেশন ঘটে যাওয়া। এ সমস্যা সব ধরনের যৌনতার ক্ষেত্রে ঘটতে পারে।

প্রি-ম্যাচিউর ইজাকুলেশনকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়- প্রাইমারি প্রি-ম্যাচিউর ইজাকুলেশন : এটি হলো আপনি অন্তরঙ্গ সময়ে সক্রিয় হওয়া মাত্রই প্রি-ম্যাচিউর ইজাকুলেশন ঘটে যাওয়া। সেকেন্ডারি প্রি-ম্যাচিউর ইজাকুলেশন : এক্ষেত্রে আগে আপনার চাহিদা তৃপ্তিদায়ক ছিল, কিন্তু বর্তমানে প্রি-ম্যাচিউর ইজাকুলেশন ঘটছে।


কারণ:কী কারণে প্রি-ম্যাচিউর ইজাকুলেশন হচ্ছে তা নিরূপণ করতে বিশেষজ্ঞরা এখন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একসময় ধারণা করা হতো, এটা সম্পূর্ণ মানসিক ব্যাপার। কিন্তু বর্তমানে আমরা জানি, প্রি-ম্যাচিউর ইজাকুলেশন হওয়া একটি জটিল ব্যাপার এবং এর সাথে মানসিক ও জৈবিক দু’টিরই সম্পর্ক রয়েছে।

মানসিক কারণ:

প্রাথমিক বয়সে যৌন অভিজ্ঞতা ঘটলে তা এমন একটি ধরনে প্রতিষ্ঠিত হয় যে, পরবর্তী জীবনে সেটা পরিবর্তন করা কঠিন হতে পারে।

যেমন-

1. লোকজনের দৃষ্টি এড়ানোর জন্য তড়িঘড়ি করে চরম পুলকে পৌঁছানোর তাগিদ।

2. অপরাধ বোধ, যার কারণে ঐ সময় হঠাৎ করেই প্রি-ম্যাচিউর ইজাকুলেশন ঘটে যায়। অন্য কিছু বিষয়ও আপনার প্রি-ম্যাচিউর ইজাকুলেশন ঘটাতে পারে। এর মধ্যে রয়েছে:

শিথিলতা: যেসব পুরুষ অন্তরঙ্গ সময় তাদের চাহিদা ঠিকমতো হবে কি না তা নিয়ে চিন্তিত থাকেন কিংবা কতক্ষণ থাকবে তা নিয়ে দুশ্চিন্তায় ভোগেন, সেসব পুরুষের প্রি-ম্যাচিউর ইজাকুলেশন ঘটে।

দুশ্চিন্তা: প্রি-ম্যাচিউর ইজাকুলেশন হয় এমন অনেক পুরুষের প্রি-ম্যাচিউর ইজাকুলেশনের একটি প্রধান কারণ দুশ্চিন্তা। সেটা ঠিকমতো সম্পন্ন করতে পারবেন কি না সে বিষয়ে হতে পারে। আবার অন্য কারণেও হতে পারে। প্রি-ম্যাচিউর ইজাকুলেশনের আরেকটি প্রধান কারণ হলো অতিরিক্ত উত্তেজনা।

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎


হোমিওপ্যাথিক চিকিৎসা:-

RX

সেলিনিয়াম: বীর্য অতিশয় পাতলা পানির মতো,লিঙ্গ নরম, সহজে দন্ডায়মান হয়না,যদিও হয়- স্ত্রী লিঙ্গে প্রবেশের আগেই বা প্রবেশের পর মূহুর্তেই বীর্যপাত হইয়া লিঙ্গ সংকুচিত হয়ে আসে।তখন রোগী দিশেহারা হয়ে বিভিন্ন ভাবে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করে।কিন্তু প্রকৃত আরগ্যের জন্য প্রয়োজন সিলিনিয়াম।এই রোগীর কামেচ্ছা প্রবল কিন্তু প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত হয়।সপ্তাহে ২/৩ বার স্বপ্নদোষ হয়।স্বপ্নদোষের পর ভয়ানক দূর্বলতা ও কোমরে বেদনা দেখা যায়।স্ত্রী সহবাসের পরেও শারীরিক ও মানুষিক দূর্বলতা আসে।


ইউহেবিনাম:অনেক প্রাচীন কাল হতে ব্যবহৃত হয়ে আসা একটি মূল্যবান ঔষুধ।অর্থাৎ যৌবনের শুরুতেই যারা অত্যধিক হারে যৌন অত্যাচার করে যৌন শক্তি হারায়ে বৈবাহিক জীবনে পদার্পণ করতে ভয় পায়, কারন লিঙ্গ ছোট,মাথা মোটা,গোড়া চিকন এবং নরম হয়ে গেছে।তাই বিবাহ করতে ভয় পায়।মন এত দূর্বল যে মেয়েদের দিকে তাকাতে ভয় পায়, মেয়েদের থেকে দূরে থাকতে চায়- তাদের সে ভয় দূর করতে পারে ওহিবিনাম। ইহা নিয়মিত দুই থেকে তিন মাস সেবন করলে লিঙ্গ সতেজ ও শক্তিশালী হয়ে যৌন শক্তি ফিরিয়ে আনে।


কেলি ব্রোম : প্রাপ্তির শুরুতেই যারা যৌন চিন্তা অধিক করে, সর্বদা জননেন্দ্রিয় হাত দিয়ে নাড়াচাড়া করে,সঙ্গম চিন্তায় বিভোর থাকে এবং কিভাবে এই কার্য সম্পন্ন করা যায় সেই পন্থা খুজতে থাকে।অতঃপর উক্ত চিন্তা দূর করতে না পেরে যেভাবেই হোক শুক্র ক্ষয় করে স্নায়বিক দূর্বলতা দেখা দেয়, লেখাপড়া করতে পারে না, মাথা ঘোরে,শরীর দূর্বল হয়ে পড়ে,মুখে বয়ঃব্রণ দেখা দেয়।


আর্জেন্টা নাইট্রিকাম:হস্তমৈথুন,স্বপ্নদোষ,অতি স্ত্রী সম্ভোগ বা অবৈধ যৌন মিলনের ফলে যাদের লিঙ্গ শুকাইয়া একেবারে ছোট হয়ে গিয়েছে।স্বাস্থ্য শীর্ন যুবককে বৃদ্ধের ন্যায় দেখায়,ধাতু ক্ষয়ের ফলে দুর্বলতা,পেটের দোষ,কানের মধ্যে ভোঁ ভোঁ করে,উপরের দিকে তাকাইলে মাথা ঘোরে,বসা থেকে দাড়াইলে মাথার ভিতর চক্কর দিয়ে ওঠে, পড়া মনে থাকে না জীবনে নিরাশ হয়ে পড়েছে।স্ত্রী সম্ভোগে অক্ষম,যদিও দূর্বল অবস্থায় দুই একবার স্ত্রী সহবাস করে কিন্তু বেশি পরিমান পাতলা ধাতু নির্গত হওয়ার ফলে দেহ মন নিস্তেজ হয়ে পড়ে।


এভানা সেটাইভা : যৌন উপভোগ বা অপব্যবহারের ফলে ধাতু দূর্বলতার সাথে সাথে শরীর দূর্বল হয়ে পড়ে, রক্তশূন্যতা দেখা দেয়,লিঙ্গ ভালো ভাবে শক্ত হয়না বা আংশিক শক্ত হয়, চিন্তা শক্তি লোপ পায়।সামান্য চিন্তা করলে বা পড়াশোনা করলে মাথা ব্যাথা বা মাথা ঘোরা দেখা দেয়, স্মৃতিশক্তি হ্রাস পায়।এভাবে যারা শারীরিক ও মানুষিক দূর্বলতা প্রাপ্ত হয় এবং যৌন দূর্বলতা খুবই বেশি ঔষুধটি তাদের প্রভূত উপকার সাধন করে থাকে।


এনাকার্ডিয়াম ওরিয়েন্টাল:যে সকল যুবক অতিরিক্ত যৌন চিন্তা ভাবনা করে নোভেল নাটক পড়ে, নায়ক-নায়িকাদের অভিনয় দেখে,পশুদের যৌন ব্যবহার দেখে নিজের মন থেকে যৌন চিন্তা দূর করতে না পেরে ধাতু ক্ষয় করে।স্বপ্নদোষ হয় ,মস্তিস্কে দূর্বলতা এসে গেছে।পড়া মনে থাকে না,সর্বদা মন মরা হয়ে থাকে,একদিন হয়তো মেধাবী ছাত্র ছিল পরে খারাপ ছাত্রে পরিণত হয়েছে আর পড়ালেখা করতে চায় না,অন্য কোন কিছু নিয়ে ভাবে।যেসব যুবকেরা বিবাহ করতে ভয় পায়,আস্তে আস্তে রোগী হয়ে ওঠে,বিবাহ প্রস্তাবে গালাগালি করে ঔষুধটি তাদের জন্য অতীব প্রয়োজন।


ওরিগেনাম: ওরিগেনাম: ঔষধটি পুরুষ এবং নারীদের যৌন উত্তেজনা বৃদ্ধিতে একটি শ্রেষ্ট ঔষধ।তবে এটি নিম্নশক্তিতে খাওয়া উচিত কেননা উচ্চশক্তিতে কোন ফল পাওয়া যায় না।মস্কাস: ডায়াবেটিস রোগীদের ধ্বজভঙ্গে এটি ভালো কাজ করে। এটি ক্ষুদ্রাকৃতি হয়ে যাওয়া পুরুষাঙ্গকে পূর্বের আকৃতিতে ফিরিয়ে নিয়ে যেতে পারে।কেলিব্রোম : বিষন্নতা জনিত কারণে যৌন দুর্বলতায় এটি প্রযোজ্য। ইহার প্রধান প্রধান লক্ষণগুলি হলো স্মরণশক্তির দুর্বলতা, স্মায়বিক দুর্বলতা,হাত দুটি সর্বদাই ব্যস্ত থাকে,মৃগী ইত্যাদি।


স্টেফিসেগ্রিয়া : পুরুষদের যৌন দুর্বলতা দূর করার ক্ষেত্রে স্টেফিসেগ্রিয়া একটি শ্রেষ্ট ঔষধ।বিশেষত অতিরিক্ত যৌনকর্ম করার কারণে বা মাত্রাতিরিক্ত হস্তমৈথুনের ফলে যাদের ধ্বজভঙ্গ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বেশী প্রযোজ্য। এটি Q, ৩, ৬, ৩০, ২০০ ইত্যাদি যে-কোন শক্তিতে খেতে পারেন,তবে যত নিম্নশক্তিতে খাওয়া যায় তত উত্তম। রোজ পাঁচ ফোটা করে সকাল-সন্ধ্যা দু’বার।বিয়ের প্রথম কিছুদিনে মেয়েদের প্রস্রাব সম্পর্কিত অথবা যৌনাঙ্গ সম্পর্কিত কোন সমস্যা হলে নিশ্চিন্তে স্টেফিসেগ্রিয়া নামক ঔষধটি খেতে পারেন।কারণ স্টেফিসেগ্রিয়া একই সাথে যৌনাঙ্গ সম্পর্কিত রোগে এবং আঘাতজনিত রোগে সমান কাযর্কর।


সেলিক্স নাইয়েগ্রা: মাত্রাতিরিক্ত যৌনকর্ম, হস্তমৈথুন,স্বপ্নদোষ প্রভৃতি কারণে সৃষ্ট পুরুষদের যৌনকর্মে দুর্বলতা বা অক্ষমতার একটি শ্রেষ্ট ঔষধ হলো স্যালিক্স নাইগ্রা।এসব কারণে যাদের ওজন কমে গেছে,এই ঔষধ একই সাথে তাদের ওজনও বাড়িয়ে দিয়ে থাকে যথেষ্ট পরিমাণে।পাশাপাশি অবিবাহিত যুবক-যুবতী বা যাদের স্বামী-স্ত্রী বিদেশে আছেন অথবা মারা গেছেন,এই ঔষধ তাদের মাত্রাতিরিক্ত উত্তেজনা কমিয়ে দিয়ে স্বাভাবিক জীবন যাপনে সাহায্য করে।

মাদার টিংচার (Q) শক্তিতে ২০ থেকে ৫০ ফোটা করে রোজ দুবার করে খেতে পারেন।এই ঔষধটি যাদের যৌনশক্তি স্বাভাবিকের চেয়ে কম তাদেরটা বাড়িয়ে স্বাভাবিক করবে এবং যাদেরটা স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বেশী তাদেরটা কমিয়ে স্বাভাবিক করবে।


সেবাল সেরু: সেবাল সেরুলেটা পুরুষদের যৌনশক্তি বৃদ্ধি করে এবং পাশাপাশি হজমশক্তি,ঘুম,শারীরিক শক্তি,ওজন ইত্যাদিও বৃদ্ধি পায়।এটি মেয়েদেরও যৌন উত্তেজনা বৃদ্ধি করে থাকে এবং ক্ষুদ্রাকৃতির স্তনবিশিষ্ট মেয়েদের স্তনের আকৃতি বৃদ্ধি করে থাকে। বয়ষ্ক পুরুষদের প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধিজনিত যে-কোন সমস্যা এবং ব্রঙ্কাইটিস নির্মূল করতে পারে।এটি মাদার টিংচার (Q) শক্তিতে ২০ থেকে ৫০ ফোটা করে রোজ দুবার করে খেতে পারেন।


লাইকেপোডিয়াম :লাইকোপোডিয়াম ধ্বজভঙ্গের একটি উৎকৃষ্ট ঔষধ।মাত্রাতিরিক্ত ধূমপানের কারণে ধ্বজভঙ্গ হলে এটি খেতে পারেন।লাইকোপোডিয়ামের প্রধান প্রধান লক্ষণ হলো এদের পেটে প্রচুর গ্যাস হয়,এদের ব্রেন খুব ভালো কিন্তু স্বাস্থ্য খুব খারাপ,এদের প্রস্রাব অথবা পাকস্থলী সংক্রান্ত কোন না কোন সমস্যা থাকবেই,অকাল বার্ধক্য,সকাল বেলা দুর্বলতা ইত্যাদি ।


ক্যালকেরিয়া কার্ব: ক্যালকেরিয়া কার্ব যৌনশক্তি বৃদ্ধির ক্ষেত্রে একটি উৎকৃষ্ট ঔষধ।বিশেষত মোটা,থলথলে স্বাস্থ্যের অধিকারী লোকদের বেলায় এটি ভালো কাজ করে।এটি ৩০ শক্তিতে ৫ ফোটা করে রোজ সকালে একবার করে খেতে পারেন।


নেট্রাম কার্ব: যে-সব নারীদের পুরুষরা আলিঙ্গন করলেই বীযর্পাত হয়ে যায় (সহবাস ছাড়াই)অর্থাৎ অল্পতেই তাদের তৃপ্তি ঘটে যায় এবং পরে আর সঙ্গমে আগ্রহ থাকে না,তাদের জন্য উৎকৃষ্ট ঔষধ হলো নেট্রাম কার্ব।এই কারণে যদি তাদের সন্তানাদি না হয়।নেট্রাম কার্বে সেই বন্ধ্যাত্বও সেরে যাবে।


কেলাডিয়াম সেগা: যারা যৌনমিলনে কোন আনন্দ পান না বা যৌনমিলনের পর বীরয নির্গত হয় না বা যাদের বীরয তাড়াতাড়ি নির্গত হয়ে যায় বা যারা মাত্রাতিরিক্ত হস্তমৈথুন করে দুবর্ল হয়ে পড়েছেন,তারা ক্যালাডিয়াম খান মাদার টিংচার (Q) শক্তিতে প্রতিদিন ১০ ফোটা করে দুইবেলা।


এগনাষ্টাস ক্যাক্টাস : সাধারণত গনোরিয়া রোগের পরে যৌন দুর্বলতা দেখা দিলে এটি ভালো কাজ করে।পুরুষাঙ্গ ছোট এবং নরম হয়ে যায়, পায়খানা এবং প্রস্রাবের আগে-পরে আঠালো পদার্থ নির্গত হয়, ঘনঘন স্বপ্নদোষ হয়।


নাক্স ভোমিকা : নাক্স ভমিকা ঔষধটি যৌন শক্তি বৃদ্ধিতে একটি শ্রেষ্ট ঔষধ বিশেষত যারা শীতকাতর,যাদের পেটের সমস্যা বেশী হয়,সারাক্ষণ শুয়ে-বসে থাকে,শারীরিক পরিশ্রম কম করে,মানসিক পরিশ্রম বেশী করে ইত্যাদি।ভালো ফল পেতে এটিও নিম্নশক্তিতে ঘনঘন খাওয়া উচিত।


এসিড ফস : সাধারণত টাইফয়েড বা এরকম কোন মারাত্মক রোগের ভোগার কারণে,মাত্রাতিরিক্ত যৌনকর্ম, হস্তমৈথুন, স্বপ্নদোষ ইত্যাদি কারণে যৌন ক্ষমতা কমে গেলে অথবা একেবারে নষ্ট হয়ে গেলে এবং সাথে অন্য আরো যে-কোন সমস্যা হউক না কেন এসিড ফস আপনাকে সব ফিরিয়ে দিবে।

🍒_____________________________🍒

সবাই ভাল থাকবেন।সুস্হ জীবন,সুন্দর থাকার প্রধান উপকরন।শুভরাত্রী।

🍎🍎🍎🍎🌿🌿🌿🌿🌿🌿🌿🍎🍎🍎

🌿সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ/নির্দেশনা

ছাড়া কোনো ওষুধ সেবন করা  উচিত নয়।

⛳আপনারা যদি মনে করেন লেখাগুলো আপনার জন্য উপকারি তাহলে আরেক ভাইয়ের জন্যও হয়তো উপকারি হবে , আপনি কষ্ট করে লেখাটি শেয়ার করলে অন্য ভাইও লেখা পড়ে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। তাই শেয়ার করুন এবং পেজে লাইক বৃদ্ধিতে সহায়তা করুন। আর এ জন্য ইনভাইট অপসানে গিয়ে বন্ধুদেরকে পেজ লাইকের ইনভাইট পাঠান।মনে রাখবেন জানার কোন শেষ নেই ।


📗হোমিওপ্যাথিক টিপস

📑জার্মান হোমিও কেয়ার

☎হেল্পলাইন 01955507911

No comments:

Post a Comment