চোখের সমস্যা ও শীর্ষ চারটি হোমিওপ্যাথিক ওষুধ


 Top 4 Homeopathic Remedies for Eye Problems. 

📗তারিখ ১০/১১/২০১৮


🐇মানুষের জীবনে চোখেরর গুরুত্ব অপরিসীম।   চোখ শরীরের সবচেয়ে সূক্ষ্ম এবং অত্যান্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, যা পরিচর্যার জন্য অবশ্যই একজন দক্ষ হোমিওপ্যাথ দরকার।  হোমিওপ্যাথিতে চিকিৎসা করার সময়, চোখের সমস্যায় কি কি লক্ষণ বা উপসর্গ রয়েছে তা সম্পূর্ণ সংগ্রহ করে সঠিক মেডিসিন নির্বাচনে বেশী গুরুত্ব দেওয়া হয়।

চোখের বিভিন্ন সমস্যার চিকিৎসা সহায়ক হিসেবে হোমিওপ্যাথিতে অনেক ওষধ আছে। যাইহোক, প্রত্যেকেরই মনে রাখা উচিত চোখের ছানি (cataract) , গ্লোকোমা (glaucoma) , পৌনঃপুনিক নেত্রপ্রদাহ (blepharitis or conjunctivitis), কর্নিয়ার অস্বচ্ছতার (corneal opacities ) , এবং পৌনঃপুনিক অঞ্জনী (styes) মত চোখের সমস্যার জন্য, ব্যক্তির শারীরিক, মানসিক ও সার্বদৈহিক বৈশিষ্ট বিবেচনা করে গঠনগতভাবে (constitutional)নিখুঁত রোগীচিত্র তৈরীর মাধ্যমে সঠিক ওষুধ নির্বাচনের রোগারোগ্য সম্ভব । বিশেষভাবে, বৈচিত্রময় চোখের সমস্যার জন্য সুন্দর ফলাফল পেতে নিম্নে কয়েকটি ওষুধের লক্ষণের সঙ্গে পরিচিত করা আবশ্যক মনে করছি।


এখানে চোখের সমস্যার জন্য শীর্ষ ৪টি হোমিওপ্যাথিক ওষুধের তালিকা দেওয়া হল-


📦Euphrasia -

- তীব্র(Acute) শ্লেষ্মা(catarrhal) নেত্রপ্রদাহ ।

- চোখ ঘন ঘন পানি আসে এবং চোখ মিটমিট করার প্রবণতা থাকে ।

- চোখ থেকে জ্বালাকর স্রাব বের হয়, যাতে চোখের পাতার প্রান্তে ক্ষত হয়ে যায়।

- কর্নিয়ার অস্বচ্ছতার সাথে জ্বালাকর ঘন স্রাব নিঃস্বরণ হয়।

- কর্নিয়ায় ফুস্কুড়ি বা স্ফুটক হয়।

- বাতজনিত কারণে চোখের আইরিস প্রদাহসহ আংশিকভাবে চোখের পাতা প্যারালাইসিস (ptosis) এর ক্ষেত্রে এটি সবচেয়ে ভাল একটি অষুধ।

- প্রায় সবসময়ই চোখ থেকে অনবরত পানি ঝরতেই থাকে।

- চোখের পাতা ফোলাসহ জ্বলা থাকে, যা খোলা বাতাসে ভাল অনুভব করে।

- সন্ধ্যায়, গৃহমধ্যে , আলো, উষ্ণতায় বৃদ্ধি।

- মুক্ত বাতাস , কফি পানে, অন্ধকারে হ্রাস পায়।

- নেত্রপ্রদাহ সঙ্গে যুক্ত এলার্জিক রাইনাইটিস এর ক্ষেত্রে চোখ ও নাক দিয়ে অনবরত পানি ঝরাকে এলিয়াম সেপা (Allium cepa) সঙ্গে তুলনা করা যায়।


📦 Ambrosia -

- এলার্জিজনিত চোখের সমস্যা।

- চোখের পাতায় অসহনীয় চুলকানি।

- চোখে হালকা ব্যথা এবং জ্বলাসহ পানি ঝরতে পারে এবং নাক থেকে রক্ত আসতে পারে।

- প্রায় সবসময় চোখের সমস্যার সঙ্গে বুকে সাঁইসাঁই শব্দসহ কাশি থাকে।

- স্যাবাডিলা (Sabadilla), আরন্ডো (Arundo) সঙ্গে তুলনা করা যায়।


📦 Ruta -

- চোখ টনটনানিসহ মাথাব্যথা।

- চোখে ব্যথাসহ লালচে গরম পানি আসে।

- বিশেষ করে সূক্ষ্ম মুদ্রণ সেলাই বা পড়ার সাথে সম্পৃক্ত।

- দৃষ্টিশক্তির সামঞ্জস্যের সমস্যা।

- মাথা ব্যাথা সঙ্গে চোখ শ্রান্তি।

- চোখের যন্ত্রণার সঙ্গে যুক্ত অত্যধিক দুর্বলতা (lassitude)।

- চোখের উপর থেতলানো মত এবং চাপ অনুভূতি।

- নেট্রাম মিউর (Natrum mur), আর্জেন্টাম নাইট্রিকাম (Argentum nitricum) এর সঙ্গে তুলনীয়।


📦 Spigelia -

- চোখে স্নায়ুবিক যন্ত্রনা।

- চেপে ধরা মত ব্যথা যা এদেরকে ঘুরিয়ে ফেলে।

- চরম আলোকাতঙ্ক থাকে।

- গাঁটের ফোলা ও ব্যথাসহ চোখের প্রদাহ।

- চোখের মধ্যে গভীরে এবং চোখের চারপাশে ব্যাথা অনুভব অর্থাৎ চোখের বলে চাপ দেওয়া মত অসহ্য যন্ত্রনা।

- চোখের কোটরের অনুপাতে চোখ খুব বড় মনে হয়।

- স্পর্শে অত্যন্ত সংবেদনশীল, মাথার চারপাশে শক্ত বন্ধনী দেওয়া আছে মনে হয়।

- স্পর্শ, উত্তেজনা, গোলমাল বা কোলাহলপুর্ণ পরিবেশে এবং সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বৃদ্ধি।

- মাথা উচু করে শুয়ে থাকলে ভাল অনুভব করে।


লক্ষন সাদৃশ্যে আরো ঔষধ আছে এখানে কমন ৪টির সিম্পটমগুলো তুলে ধরা হয়েছে।

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

🌿সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ/নির্দেশনা

ছাড়া কোনো ওষুধ সেবন করা  উচিত নয়।

⛳আপনারা যদি মনে করেন লেখাগুলো আপনার জন্য উপকারি তাহলে আরেক ভাইয়ের জন্যও হয়তো উপকারি হবে , আপনি কষ্ট করে লেখাটি শেয়ার করলে অন্য ভাইও লেখা পড়ে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। তাই শেয়ার করুন এবং পেজে লাইক বৃদ্ধিতে সহায়তা করুন। আর এ জন্য ইনভাইট অপসানে গিয়ে বন্ধুদেরকে পেজ লাইকের ইনভাইট পাঠান।মনে রাখবেন জানার কোন শেষ নেই ।


📗হোমিওপ্যাথিক টিপস

🌿জার্মান হোমিও কেয়ার

☎হেল্পলাইন 01955507911

No comments:

Post a Comment