অতৃপ্ত যৌন কামনায় কোনিয়ামের ব্যবহার

অতৃপ্ত যৌন কামনা সেই সাথে পুংজননেন্দ্রিয়ের উপর কোনিয়ামের ব্যবহার।


🍁অতৃপ্ত যৌন কামনায়:-

🌿কোন কারনে যাদের সঙ্গম ইচ্ছা চেপে রাখতে হয় সেটি হতে পারে চিরকুমার,বাল্যবিধবা,অধিক বয়স্কা কুমারী যাদের নানা রকম যৌন পীড়া হয়।


🌿কোন বিধবা বা সঙ্গীহীন ছেলে যখন স্বাভাবিক যৌন জীবন হতে সিটকে পড়ে তখন তাদের মধ্যে এক প্রকার কম্পনযুক্ত দুর্বলতা বা মানষিক চাপ দেখা দেয়।


🌿মেয়েদের ক্ষেত্রে অনিয়মিত ঋৃতুস্রাব অথবা ঋতুস্রাবের সময় স্তন ফোলা বা ব্যথা দেখা দিতে পারে। এ ধরনের লক্ষনের ক্ষেত্রে কোনিয়াম উত্তম রিমেডি।


🍁পংজননেন্দ্রিয়ে ব্যবহার:-


🌿স্পেশালী যাদের ধ্বজভঙ্গ অতিরিক্ত যৌন চাহিদা বাট মিলনের সময় লিঙ্গ দাড়ায়না।


🌿কোন রকম সঙ্গমে লিপ্ত হলেও অধিক সময় কাভার করতে পারেনা অথবা লিঙ্গ দুর্বল হয়ে যায়।


🌿স্ত্রী লোকের সংস্পর্শে গেলে অসাড়ে বীর্যপাত হয়।আরেকটা লক্ষন হল কোনরুপ স্বপ্ন না দেখেও স্বপ্নদোষ হয়।এরকম লক্ষনে কোনিয়াম মাকুলেটাম মন্ত্রের ন্যায় কাজ করে।


🌿🍎🌿🍎🌿🍎🌿🍎🌿🍎🌿🍎🌿🍎🌿

সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ/নির্দেশনা

ছাড়া কোনো ওষুধ সেবন করা  উচিত নয়।

⛳আপনারা যদি মনে করেন লেখাগুলো আপনার জন্য উপকারি তাহলে আরেক ভাইয়ের জন্যও হয়তো উপকারি হবে , আপনি কষ্ট করে লেখাটি শেয়ার করলে অন্য ভাইও লেখা পড়ে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। তাই শেয়ার করুন এবং পেজে লাইক বৃদ্ধিতে সহায়তা করুন। আর এ জন্য ইনভাইট অপসানে গিয়ে বন্ধুদেরকে পেজ লাইকের ইনভাইট পাঠান।মনে রাখবেন জানার কোন শেষ নেই ।


📗হোমিওপ্যাথিক টিপস

🌿জার্মান হোমিও কেয়ার

☎হেল্পলাইন 01955507911

No comments:

Post a Comment