লিঙ্গ শীথিলতায় হোমিওপ্যাথির ম্যাজিক

যৌন রুগীর চিকিৎসায় হোমিওপ্যাথি স্পেশালী  যাদের লিংঙ্গ শিথিলতা

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

জৈনেক রোগী নাম মনে করেন আকমল স্যাব বিয়ে করে দুবাই গিয়েছিল,  বিয়ের পর কোন সমস্যা হয়নি তার ভাষ্যমতে। তবে সেক্সে খুব বেশি সময় পেত না , অতিতে হস্তমৈথুনের অভ্যাস ছিল তবে অতিরিক্ত নয়।  কিন্তু বিদেশে থাকতেই তার নাকি সেক্স এ আগ্রহ ফুরিয়ে যাচ্ছিল,  কাম বিষয়ক চিন্তা মাথায় আসে নাই,  বাড়ি এসেই বুঝতে পেরেছে সে যৌন শক্তি হারিয়ে ফেলেছে।  স্ত্রীকে নিয়ে নানাভাবে চেস্টা করেও তার লিংগ শক্ত হচ্ছেনা, একবারেই দুর্বল। কিছুদিন কথিত বিভিন্ন কোম্পানীর সেক্সট্যান্ট পিল খেয়ে সেক্স করেছে,  এতে ফলাফল আরো খারাফ।  আমার কেসটেকিং এ উঠে আসে বিদেশ যাত্রা আগ থেকে থাকাকালীন কিছু টিকা আর নানি, মায়ের মাথার শক্ত টিউমার।  আমি ১ বছর বা তার বেশি সময় চাই। তারা হতাশ হয়ে চলে যায়।  আমার প্রিয় এক চিকিৎসকের নিকটে যায়,  উনি থুজা আর ক্যালকেরিয়া গ্রুপের কোন একটা ঔষধ দিয়ে ৪ মাস চিকিৎসা করে।  থুজা ৫০ এম দেওয়া হয়েছিল।  সে যৌন রোগে উন্নতি না পেয়ে সোজা দাদার নিকট হতে বিদায় নিয়ে ইন্ডিয়া চলে যায় ১-২ মাস সেখানে চিকিৎসা নেই।  কিছুদিন ভাল ছিল বাড়িতে আসার পর আবার সেই সমস্যা দেখা দেই।  


আবার ঐ ডাক্তারকে দেখায়,  উনি চিকিৎসা করতে রাজি হয়না।  আকমল স্যাবের নানার পুরানো হুপিং কাশির চিকিৎসা আমি করেছিলাম,  তিনি আরাম পাওয়ায় আমার উপর আস্থা রেখেছিলেন।  আমি করতে রাজি হয়নি,  অনেক জুরাজুরিতে রুগী নিয়ে নেই।  ১ বছর সময় নিয়ে নিলাম।  


আমি স্ট্যাফিসেগ্রিয়া সি এম ১ ফোটা নিজের নিকটে বসিয়ে সেবন করাই।  ১০ দিনের মেডোরিনাম ৩০ দেই। ১ মাস পর আসতে বলি।  কোন পরিবর্তন নেই।   আর্জেন্ট নাইট্রিক ২০০ শক্তি ১০ দিনে ১০ মাত্রা + ১ মাসের আমাদের ফাইটো কম্বিনেশন।  ১ মাস পর - ৫% উন্নতি।  লিংগ শক্ত হয়,  তার পেট নাকি ক্লিয়ার হয়ে গেছে। আবার কম্বিনেশন + এগারিকাস ২০০ শক্তি ১০ দিনের ২০ মাত্রা।  ১ মাস পর - সহবাসের কামনায় লিংগ শক্তিশালী হয় তবে কিছুটা দুরবলতা আছে,  শক্ত অতিরিক্ত পাতলা আর অসাড়ে পতন।  কম্বিনেশন + সেলিনিয়াম ৩ এক্স  তিন মাসের একসাথে।  আমি খবর নিতে থেকেছি,  অভাবনীয় সাফল্য আমি ৮ মাসেই পেয়েছিলাম।  এগারিকাস আর কম্বিনেশন এর উপর আমার আস্থা ছিল তবুও দেরি করে দিয়েছিলাম।  চিকিৎসা চলছে কিন্তু রুগী ৯০% সুস্থ।  ইনশাআল্লাহ জানুয়ারীর আগেই আমি চিকিৎসা শেষ করবো,  তার ওয়াইফ এর ওভারির চিকিৎসা লেট করিয়েছি শুধু তার সুস্থতার জন্য। আল্লাহ সহায় হলে, ওষুধ ও সহায় হয়। আপনাদের সবার,  সর্বময় সাফল্য কামনা করি। 


আর রুগী ভাইদের বলি, ১-২ মাসের ওষুধ নিয়ে শুধু শুধু টাকা নস্ট করেন কেন, আমি অনেক সময় ১ মাসে কোন রেজাল্ট দিতে পারি না। আমার সময় আর আপনার টাকার অনেক মূল্য,  তাই কমপক্ষে ৩ থেকে ৬ মাস প্রয়োজনে আরো বেশি চিকিৎসা নেওয়ার প্রস্তুতি নিয়ে তারপর ওষুধ নিন।  ইনশাআল্লাহ,  সফল হবেন, আরোগ্য হবে জটিল যৌনরোগ থেকে।  ধন্যবাদ,  আপনাদের সবাইকে। 


🌿🍎🌿🍎🌿🍎🌿🍎🌿🍎🌿🍎🌿🍎🌿

সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ/নির্দেশনা

ছাড়া কোনো ওষুধ সেবন করা  উচিত নয়।

⛳আপনারা যদি মনে করেন লেখাগুলো আপনার জন্য উপকারি তাহলে আরেক ভাইয়ের জন্যও হয়তো উপকারি হবে , আপনি কষ্ট করে লেখাটি শেয়ার করলে অন্য ভাইও লেখা পড়ে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। তাই শেয়ার করুন এবং পেজে লাইক বৃদ্ধিতে সহায়তা করুন। আর এ জন্য ইনভাইট অপসানে গিয়ে বন্ধুদেরকে পেজ লাইকের ইনভাইট পাঠান।মনে রাখবেন জানার কোন শেষ নেই ।


📗হোমিওপ্যাথিক টিপস

🌿জার্মান হোমিও কেয়ার

☎হেল্পলাইন 01955507911

No comments:

Post a Comment