দাঁতের বিভিন্ন সমস্যায় হোমিওপ্যাথিক সমাধান

দাঁতের বিভিন্ন সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা


🎯🎯📓📓📓📓📓🎯📓📓📓📓📓🎯🎯


দাঁত মানুষের অমূল্য সম্পদ। দাঁতের সাহায্যে মানুষ খাদ্যবস্তু চর্বন করে থাকে। চর্বন ক্রিয়ার সময় মুখ হতে লালা রস বের হয়ে খাদ্যদ্রব্যের সাথে মিশে পরিপাক ক্রিয়ায় সাহায্য করে। দাঁত সৌন্দর্যের অঙ্গ/দন্তহীন ব্যক্তিরা স্পষ্ট কথা বলতে পারে না এবং তাদের মুখের শ্রী নষ্ট হয়ে যায়। হজম কাজের সাহায্যের জন্য খাদ্যবস্তুকে টুকরা টুকরা করে গলধঃকরণ করাই দাঁতের কাজ।


দাঁতের গঠনজনিত ত্রুটি, দাঁতের অযত্ন, আঘাত দাঁতের পোকা, বেশি গরম, শীতল খাদ্য, মিষ্টি ও টক খাদ্য গ্রহণ এবং অপরিষ্কারজনিত জীবাণু দূষণে দাঁতের গোড়া ফুলে যায় এবং ব্যথা হয়।

দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝুন। একটা মধুর হাসি তখনই সম্পূর্ণ হবে, যখন তার সঙ্গে থাকবে হিরের মতো ঝকঝকে দাঁত। মুগ্ধ গোটা বিশ্ব। শরীরের সঙ্গে দাঁতেরও যত্ন নেওয়া দরকার।


হোমিওপ্যাথিক চিকিৎসা (HOMEOPATHIC TREATMENT)


🍎মার্কসল (MERC SOL): নির্দেশক লক্ষণাবলী

দাঁত ও মাড়ির রোগে প্রায়ই নির্দেশিত হয়।

দাতে পোকা ও দন্ত ক্ষয়।

মুখে প্রচুর লালা ক্ষরন হয়।

মাড়ি ফুলে ওঠে।

দাঁতের বেদনায় কান গলা ও গ্রন্থি ফুলে যায়।

গরম পানিতে সামান্য উপশম হয়।

রাত্রে দৃদ্ধি পায়।


🍎হিপার সালফ (HEPER SULPH): নির্দেশক লক্ষণাবলী

দন্তমাড়ি খুবই স্পর্শকাতর।

দাঁতের গোড়ায় নালীক্ষত।

রক্ত মিশ্রিত পূঁজ নির্গত হয়।

দাতের গোড়ায় প্রচন্ড বেদনা হয়।

যন্ত্রনায় রোগী অস্থির হয়।

রোগী ভীষন শীত কাতর হয়।


🍎কার্বভেজ (CARBO VEG): নির্দেশক লক্ষণাবলী

চিবাতে গেলে দাঁতের স্পর্শে ব্যাথা হয়।

দাঁতের মাড়ি শিথিল, সহজেই রক্ত পড়ে।

মাড়িতে পূঁজ হয়।

পারদ জাতীয় ঔষধের অপব্যবহার।

পিয়োরিয়ায় ইহা বিশেষ উপকারী।


🍎নাইট্রিক এসিড (NITRIC ACID): নির্দেশক লক্ষণাবলী

মাড়ি হতে রক্তপাত।

গালে ভীষন দূর্গন্ধ।

শ্লৈষ্মিক ঝিল্লি ও চর্মের সংযোগ স্থল ফেটে যায়।

আক্রান্ত স্থানে কাঠি ফোটানো বাদনা।

রোগী ভীষন শীত কাতর হয়।

গালের ভিতরে ঘা হয়।


লক্ষনের ভিন্নতায় ক্রিয়োজোট,প্লান্টাগো মেজ এ জাতীয় আরো ঔষধ আসতে পারে।

🌿🍎🌿🍎🌿🍎🌿🍎🌿🍎🌿🍎🌿🍎🌿

সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ/নির্দেশনা

ছাড়া কোনো ওষুধ সেবন করা  উচিত নয়।

⛳আপনারা যদি মনে করেন লেখাগুলো আপনার জন্য উপকারি তাহলে আরেক ভাইয়ের জন্যও হয়তো উপকারি হবে , আপনি কষ্ট করে লেখাটি শেয়ার করলে অন্য ভাইও লেখা পড়ে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। তাই শেয়ার করুন এবং পেজে লাইক বৃদ্ধিতে সহায়তা করুন। আর এ জন্য ইনভাইট অপসানে গিয়ে বন্ধুদেরকে পেজ লাইকের ইনভাইট পাঠান।মনে রাখবেন জানার কোন শেষ নেই ।


📗হোমিওপ্যাথিক টিপস

🌿জার্মান হোমিও কেয়ার

☎হেল্পলাইন 01955507911

No comments:

Post a Comment