Anacardium Oriental
🌲উৎস: এ ঔষধটি সাধারণত ভেলা, রজকেরা কাপড়ে দাগ দেওয়ার ক্ষেত্রে ব্যাবহার করে।
🍁প্রয়োগ: এটি অম্লশুল, অজীর্ণ, কোষ্ঠবদ্ধ, গোদ, কুষ্ঠব্যাধি, স্মৃতিশক্তির হ্রাস প্রভৃতি রোগে ব্যবহার করা হয়ে থাকে ।
🌲তবে স্মৃতিশক্তি তথা মস্তিষ্কের ক্লান্তি নিরাময়ে ঔষধটির কার্যকারিতা অনেক বেশী । যাদের অতিরিক্ত মানসিক চিন্তার ফলে হঠাৎ করে মস্তিষ্কের কোনপ্রকার রোগের আক্রমণ দেখা দেয়, অধ্যয়নজনিত কারণে যাদের মস্তিষ্কে অতিরিক্ত প্রেসার পড়ে এবং অতিরিক্ত পরিমানে সঞ্জীবণী শক্তি ক্ষয়ের ফলে যাদের মস্তিষ্ক দূর্বল হয়ে পড়ে--তাদের মস্তিষ্কের সবলতা ও স্মৃতিশক্তির পুন:রোদ্ধার্থে উক্ত ঔষধটি মন্ত্রের ন্যায় কাজ করে
তাছাড়া ছাত্র-ছাত্রীদের পড়াশোনা অবস্হায় উক্ত ঔষধটি স্মৃতিশক্তিবর্ধক হিসেবে ব্যবহার করা হয়।
🍁শারীরিক বা মানসিক ব্যাধির সাথে যদি সবাইকে সন্দেহ করার প্রবনতা, স্মরণশক্তি হ্রাস পায়, হিংসুটে ভাব, অযথা অভিসমপাত এবং মিথ্যা কসম খাওয়া, হাঁটার সময় মনে হয় কেউ তাকে অনুসরণ করছে, এখনই ভয়ঙ্কর কিছু একটা ঘটবে এমন ভয়,
🌲পয়েন্টঃ-অশরীরি কে যেনো তাকে আদেশ করছে এবং অন্যজন তাকে নিষেধ করছে
ঠিক এক ধরনের দ্বিধা
বাহির বলে দুরে থাকুক
ভিতর বলে আসুকনা
নিজের বা অন্যের উপর আস্থার অভাব ইত্যাদি লক্ষণে এনাকার্ডিয়াম যাদুর ন্যায় কাজ করে।
🌹সেবনবিধিঃ রোগীর শারিরীক গঠন,বয়স,রোগের ধরন,রোগের বয়স সার্বিক বিবেচনায় ঔষধের ডোজ নির্ভর করে।
সাধারন সমস্যায় 200,1M প্রজোয্য,তবে এনাকারডিয়াম নিম্ন শক্তি চমৎকার কাজ করে।
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
📣সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ/নির্দেশনা
ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত নয়।
⛳আপনারা যদি মনে করেন লেখাগুলো আপনার জন্য উপকারি তাহলে আরেক ভাইয়ের জন্যও হয়তো উপকারি হবে , আপনি কষ্ট করে লেখাটি শেয়ার করলে অন্য ভাইও লেখা পড়ে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। তাই শেয়ার করুন এবং পেজে লাইক বৃদ্ধিতে সহায়তা করুন। আর এ জন্য ইনভাইট অপসানে গিয়ে বন্ধুদেরকে পেজ লাইকের ইনভাইট পাঠান।মনে রাখবেন জানার কোন শেষ নেই ।
📗হোমিওপ্যাথিক টিপস
🌹জার্মান হোমিও কেয়ার
☎হেল্পলাইন 01955507911
No comments:
Post a Comment