টিউমার কি- টিউমার হল শরীরের অস্বাভাবিক টিস্যু পিণ্ড, যার কোষ বৃদ্ধি হয় স্বাভাবিকের চাইতে অনেক দ্রুত, অনিয়ন্ত্রিত ও সমন্বয়হীন ভাবে। কোষের ধরন ও আচরণ অনুসারে টিউমার ২ ধরনের-
১. বিনাইন (Benign) – যেটি বিপজ্জনক নয়। এর বৈশিষ্ট-
১. এই টিউমার একটি আবরণ (Capsule)
দ্বারা বেষ্টিত থাকে।
২. ধীরে ধীরে বৃদ্ধি পায়।
৩. আশপাশে বা শরীরের অন্য কোনো
অংশে ছড়ায় না।
৪. অপারেশনের মাধ্যমে সম্পূর্ণ ভাল হয়।
২. ম্যালিগন্যান্ট (Malignant) -
এটি ক্ষতিকর । ক্যান্সার এক ধরনের ম্যালিগন্যান্ট টিউমার। এর বৈশিষ্ট-
১. এটি কোন আবরণ (Capsule) দ্বারা বেষ্টিত থাকে না,ফলে বৃদ্ধি হয় অনিয়ন্ত্রিত ও অগোছালো।
২. অতি দ্রুত বৃদ্ধি পায়।
৩. আশেপাশের টিস্যুতে ছড়িয়ে পড়ে।
৪. রক্তের মাধ্যমে শরীরের অন্য জায়গায়ও ছড়িয়ে পড়তে পারে।
৫. প্রাথমিক স্টেজে সঠিক চিকিৎসা পেলে বেশিরভাগ ক্যান্সার ভাল হয়, তবে পুনরায় হওয়ার সম্ভাবনা থেকে যায়, তাই চিকিৎসা নিতে হয় ধৈর্য ধরে ও দীর্ঘ সময় নিয়ে।
ক্যান্সার রোগীর শারীরিক অবস্থা
১. ক্ষুধামন্দা
২. বমিবমি ভাব
৩. রক্তশূন্যতা
৪. অল্প সময়ে ওজন কমে যাওয়া
৫. দিন দিন দুর্বল হয়ে পড়া ও
৬. ক্যান্সারের ধরন অনুযায়ী অন্যান্য লক্ষণ।
অতএব, শরীরে ফোলা বা টিউমারের আচরণ যদি ম্যালিগনেন্ট টিউমারের বৈশিষ্ট্যের মতো না হয় ও রোগীর যদি ক্যান্সারের অন্যান্য লক্ষণসমূহের কোনটাই না থাকে— তাহলে ওই টিউমার নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। বিশেষজ্ঞের পরামর্শ মতন প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের মাধ্যমে দুঃশ্চিন্তা মুক্ত হোন।
________________রেপার্টরী_______________
টিউমার চিকিৎসা সাধারনত যে মেডিসিন গুলোর সিম্পটম বেশি পাওয়া যায় সেগুলো হল-
Thuja, Conium, Baryta Carb, Baryta Iod, Baryta Mur, Calcarea Carb, Calcarea Phos, Calcarea Fluor, Calcarea Iod, Ruta, Phytolacca, Silicea.
শরীরের বিভিন্ন স্হানের টিউমারের সংক্ষিপ্ত রেপার্টরী -
নবজাত শিশুর মাথায় টিউমারঃ Baryta Carb.
মুত্র পথে টিউমারঃ Thuja, Eucaliptus.
বুকে টিউমারঃ Thyroidinum.
উরুর মধ্যে বেদনাযুক্ত টিউমারঃ Conium.
রক্তময় টিউমারঃ Calcarea Floor.
বগলের টিউমারঃ Carbo Ani, Thuja
ফুসফুসে টিউমারঃ Thuja, Phosphorus.
ঠোটের টিউমারঃ Thuja, Silicea, Calcarea Phos.
রক্তবহা নাড়ির টিউমারঃ Calcarea Fluor.
Thoja Q and Phytolacca Q বাহ্য প্রয়োগ করা যায়।
শক্ত টিউমারে Conium, Ruta, Calcarea Fluor, Calcarea Phos. Carbo Ani. ভাল।
নরম টিউমারে Calcarea Carb, Thuja, Baryta Carb ভাল।
চোখের পাতায় টিউমারঃ Calcarea Fluor, Thuja. Staphysagria.
নাকে টিউমারঃ Thuja,
স্বরযন্ত্রের টিউমারঃ Thuja.
কানে টিউমারঃ Calcarea Carb, Thuja.
মাথায় টিউমারঃ Calcarea Carb, Calcarea Fluor, Thuja, Baryta Carb.
গলায় টিউমারঃ Baryta Carb, Thuja.
পেটে টিউমারঃ Calcarea Iod, Thuja.
কাঁধে বা পিঠে টিউমারঃ Conium, Baryta Carb.
কপালে টিউমারঃ Conium, Calcarea Fluor.
আঘাতের কারনে টিউমারঃ Conium, Ruta.
দাতের মাড়িতে টিউমারঃ Hecla Lava.
হাতের কব্জির টিউমারঃ Ruta, Calcarea Phos.
হাটুতে টিউমারঃ Calcarea Floor, Calcarea Phos.
আঙ্গুলে টিউমারঃ Calcarea Fluor, Thuja.
মুখের উপর টিউমারঃ Calcarea Fluor, Thuja.
মুখের ভিতর টিউমারঃ Arum Mur, Baryta Carb, Thuja.
অস্হির/হাড়ের টিউমারঃ Calcarea Phos, Calcarea Fluor, Silicea.
ব্রেন টিউমারঃ Sulpher, Acid Hydro, Tuber Bovi, Natrum Mur.
জিহ্বার টিউমারঃ Thuja, Arum Mur, Baryta Carb.
স্তনে টিউমারঃ Phytolacca, Conium, Carbo Ani, Calcarea Fluor.
ডিম্বকোষে/ওভারিতে টিউমারঃ Thuja, Calcarea Fluor.
জরায়ুর টিউমারঃ Arum Mur Nat., Calcarea Iod, Conium, Thuja.
গর্ভভ্রমে টিউমারঃ Natrum Carb, Thuja
রোগীর লক্ষন অনুযায়ী উল্লেখিত ঔষধ ব্যবহারে ভাল ফল পাওয়া যাবে।
সবাই ভাল থাকবেন।সুস্হ জীবন,সুন্দর থাকার প্রধান উপকরন।শুভরাত্রী।
📘📘📘📘🌿🌿🌿🌿🌿🌿🌿📘📘📘📘
🌿সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ/নির্দেশনা
ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত নয়।
⛳আপনারা যদি মনে করেন লেখাগুলো আপনার জন্য উপকারি তাহলে আরেক ভাইয়ের জন্যও হয়তো উপকারি হবে , আপনি কষ্ট করে লেখাটি শেয়ার করলে অন্য ভাইও লেখা পড়ে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। তাই শেয়ার করুন এবং পেজে লাইক বৃদ্ধিতে সহায়তা করুন। আর এ জন্য ইনভাইট অপসানে গিয়ে বন্ধুদেরকে পেজ লাইকের ইনভাইট পাঠান।মনে রাখবেন জানার কোন শেষ নেই ।
📗হোমিওপ্যাথিক টিপস
📑জার্মান হোমিও কেয়ার
☎হেল্পলাইন 01955507911
No comments:
Post a Comment