সেবাল সেরুলেটা (মেটেরিয়া মেডিকা)

Sabal serru

🌿কার্যকারীতাঃ-

মেয়েদের স্তন বড় করতে

সবচেয়ে ভালো ঔষধ হলো

সেবাল সেরুলেটা। এটি

নিম্নশক্তিতে (শক্তি Q)

বিশ ফোটা করে প্রতিদিন

দুইবেলা করে কয়েক মাস

খান।

🌿Sabal serrulata ( সেবাল

সেরুলেটা ) – অবৈধভাবে

বা অপব্যবহারের ( Abuse )

মাধ্যমে বীর্যক্ষয় করে

যারা বার্ধক্যে ( অকালে

বুড়ো ) রোগে আক্রান্ত

হয়েছে তাদের জন্য।


🌿Sabal serrulata : সেবাল 

সেরুলেটা পুরুষদের যৌনশক্তি

 বৃদ্ধি করার পাশাপাশি তাদের 

হজমশক্তি, ঘুম, শারীরিক

 শক্তি, ওজন ইত্যাদি কম 

থাকলে তাও বৃদ্ধি করে। 

এটি মহিলাদেরও যৌন 

উত্তেজনা বাড়িয়ে তোলে 

এবং ক্ষুদ্রাকৃতির স্তনবিশিষ্ট 

মেয়েদের স্তনের আকৃতি 

পরিবর্তন করে বৃদ্ধি করে থাকে।

 বয়ষ্ক পুরুষদের প্রোস্টেট

 গ্ল্যান্ডের বৃদ্ধিজনিত যে-কোন 

ধরণের সমস্যা এবং ব্রঙ্কাইটিস 

নির্মূল করতে সহায়তা করে।


☀ যদি মনে করেন লেখাগুলো আপনার জন্য উপকারি তাহলে আরেক ভাইয়ের জন্যও হয়তো উপকারি হবে , আপনি কষ্ট করে লেখা টি শেয়ার করলে অন্য ভাইও লেখা পড়ে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন 

তাই শেয়ার করুন এবং পেজে লাইক বৃদ্ধিতে সহায়তা করুন ইনভাইট অপসানে গিয়ে বন্ধুদেরকে পেজ লাইকের ইনভাইট পাঠান

মনে রাখবেন জানার কোন শেষ নেই।


🌹হোমিওপ্যাথিক টিপস

🌹জার্মান হোমিও কেয়ার

🌹 হেল্পলাইন 01955507911

No comments:

Post a Comment