ফ্রাক্সিনাস আমেরিকানা (মেটেরিয়া মেডিকা)

Fraxinus Americana


🌹উৎসঃ উদ্ভিজ

🌹প্রাকৃতিক বর্গঃ বাকল হতে অরিষ্ট প্রস্তুুত করা হয়।

🌹রোগসমূহঃ জরায়ূর বহিঃনির্গমন,জরায়ূর টিউমার।

🌽বৈশিষ্ট্যঃ ফ্রাক্সিনাসের প্রধান ব্যবহারকারী হচ্ছে ডাঃ বার্নেট।তিনি এই ঔষধকে জরায়ূর টনিক হিসেবে উল্লেখ করেছেন।

জরায়ূর ভারি অবস্হা তার সাথে বহিঃনির্গমন

পেশির সিথিলতা।

জরায়ূর টিউমার বিশেষত ফ্রাইবয়েড টিউমার,সাথে কোথ পাড়া ব্যাথা।

🌽লক্ষনসমষ্টিঃ-

🌷মস্তকঃ মাথা ঘোড়া এরপর জ্বর,মাথা ও ঘাড়ের পিছনে দপ দপ ব্যাথা।

🌷মুখমন্ডলঃ ঠোটে জ্বর, ফোস্কা।

🌷মল ও মলদ্বারঃ কোষ্ঠকাঠিন্য।

🌷প্রস্রাব যন্ত্রঃ পস্রাব পরিমানে অল্প ও বাদামী।

🌷স্ত্রী জননেন্দ্রীয়ঃ জরায়ূর বহিঃনির্গমন,সুতার মত টিউমার।

🌷বাহুসমূহঃ রাত্রী দ্বিপ্রহরের পর পায়ে খিলধরা।

🌷নিদ্রাঃ রাত্রের প্রথম অংশ জাগ্রত অবস্হা,রাত্রের শেষ অংশে দুংসপ্ন দেখে।

🌷জ্বরঃ শরীল ঠান্ডায় শির শির করে।


এখানে গুরুত্বপূর্ন সিম্পটমগুলো আলোচনা করা হয়েছে।বিস্তারিতভাবে জানতে মেটেরিয়া মেডিকা স্ট্যাডি করা আবশ্যক।

🌹সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ/নির্দেশনা

ছাড়া কোনো ওষুধ সেবন করা  উচিত নয়।

⛳আপনারা যদি মনে করেন লেখাগুলো আপনার জন্য উপকারি তাহলে আরেক ভাইয়ের জন্যও হয়তো উপকারি হবে , আপনি কষ্ট করে লেখাটি শেয়ার করলে অন্য ভাইও লেখা পড়ে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। তাই শেয়ার করুন এবং পেজে লাইক বৃদ্ধিতে সহায়তা করুন। আর এ জন্য ইনভাইট অপসানে গিয়ে বন্ধুদেরকে পেজ লাইকের ইনভাইট পাঠান।একটা কথা মনে রাখবেন জানার কোন শেষ নেই ।


🌹হোমিওপ্যাথিক টিপস

🌹জার্মান হোমিও কেয়ার 

🌹হেল্পলাইন 01955507911

No comments:

Post a Comment