সহজে রেপার্টরী শিখি

যারা রেপার্টরী শিখতে আগ্রহী তাদের জন্য আজকের পোস্টটি।আসুন ঝটপট কয়েকটি রেপার্টরী শিখি।


🍁জাষ্ট ওয়েট রেপার্টরী কী একটু বলে নেই

দ্রুত খুজে পাওয়ার সুবিধা সম্বলিত ধারাবাহিকভাবে সজ্জিত বিশাল তথ্য ভান্ডারকে রেপার্টরী বলে।চলেন এখন যাওয়া যাক।


📌 রুব্রিক

নিজেকে সঙ্গিহীন মনে করে:-

প্রথম শ্রেনীর ঔষধ=Aur,psor,puls

দ্বিতীয় শ্রেনীর ঔষধ=Argn,cyl,lach,plat,stram


📌 রুব্রিক

তীক্ষ্ণ বুদ্ধি:-

প্রথম শ্রেনীর ঔষধ=Aco,bell,graph

দ্বিতীয় শ্রেনীর ঔষধ=Anc,aur,coff


📌 রুব্রিক

কর্মশীলতা ইচ্ছা করেন:-

প্রথম শ্রেনীর ঔষধ=Aur,tarent,

দ্বিতীয় শ্রেনীর ঔষধ=Croc,hyos,ign,lach,op,sep


📌 রুব্রিক

স্নেহশীল:-

প্রথম শ্রেনীর ঔষধ=Carc,hyos,phos

দ্বিতীয় শ্রেনীর ঔষধ=Croc,natm,nuxv,puls,ars


📌 রুব্রিক

স্বল্পে প্রেমাসক্ত:-

প্রথম শ্রেনীর ঔষধ=Lyc,lod,lach,caust

দ্বিতীয় শ্রেনীর ঔষধ=Merc,hyos,stram,ign


📌 রুব্রিক

উত্তর দেয় অবান্তরভাবে:-

প্রথম শ্রেনীর ঔষধ=Phos,sulph

দ্বিতীয় শ্রেনীর ঔষধ=Hyos,stram


📌 রুব্রিক

মনুষ্যভীতি:-

প্রথম শ্রেনীর ঔষধ=Lyc,rhust,bell

দ্বিতীয় শ্রেনীর ঔষধ=Aur,led,natm,puls,ars


লাকী সেভেন অথাৎ সাত সংখ্যা ভাল।রেপার্টরী শিখতে আগ্রহীর সংখ্যা বেশি থাকলে ধারাবাহিকভাবে দেব আশা করছি।

আজকে প্রথম পর্ব গেল, এভাবে দ্বিতীয়,তৃতীয়,চতুর্থ 

..........ধারাবাহিকভাবে চলবে।

📶📶📶📶📶📶📶📶📶📶📶📶📶📶📶

🌿সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ/নির্দেশনা

ছাড়া কোনো ওষুধ সেবন করা  উচিত নয়।

⛳আপনারা যদি মনে করেন লেখাগুলো আপনার জন্য উপকারি তাহলে আরেক ভাইয়ের জন্যও হয়তো উপকারি হবে , আপনি কষ্ট করে লেখাটি শেয়ার করলে অন্য ভাইও লেখা পড়ে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। তাই শেয়ার করুন এবং পেজে লাইক বৃদ্ধিতে সহায়তা করুন। আর এ জন্য ইনভাইট অপসানে গিয়ে বন্ধুদেরকে পেজ লাইকের ইনভাইট পাঠান।মনে রাখবেন জানার কোন শেষ নেই ।


📗হোমিওপ্যাথিক টিপস

🌿জার্মান হোমিও কেয়ার

☎হেল্পলাইন 01955507911

No comments:

Post a Comment