চায়না (মেটেরিয়া মেডিকা)

চায়না

______


প্রয়োগক্ষেত্র

__________

রক্তহীনতা, রক্তস্রাব, দুর্বলতা, অজীর্ন, উদারাময়, কামলা বা ন্যাবা, শ্বাসযন্ত্রর পীড়া, শিরঃপীড়া, জ্বর, স্বপ্নদোষ, দন্ত ও চক্ষুর পীড়া, স্ত্রীরোগ।


মানসিক লক্ষণ

_____________

মেজাজ খিটখিটে, বিষর্ম, বিরক্ত এবং উদাসীন।

বাচিঁয়া থাকিতে ইচ্ছা নাই, কিন্তু আত্নহত্যার সাহসের অভাব।

রাত্রিকালে শুয়ে শুয়ে আকাশ কুসুম চিন্তা।

সামান্য স্পর্শে অসহ্য, জোরে চাপে উপশম।

দুধ পানে পেটে গন্ডগোল।


চরিত্রগত লক্ষণ

______________

শরীর হতে তরল পদার্থের ক্ষয়ের ফলে নানা রকম দুর্বলতা ও পীড়া।

নেশা  জাতীয় দ্রব্যের গন্ধ সহ্য করিতে পারেনা।

ক্ষুদা থাকার সত্ত্বেও খাইতে পারেনা, সব খাদ্য তিতা মনে হয়।

মুখের চেহারা মলিন থাকবে, চোখ বসে যাবে, দেখতে মরার মত।

মৈথুনের ফলে বা স্বপ্নদোষের ফলে শুক্রপাত জনিত দুর্বলতা।

সবিরাম জ্বর-শীত, উত্তাপ এবং ঘর্ম-এই তিনটি লক্ষন স্পর্ষ্ট।

দিনের শেষে দিকে রোগলক্ষন বাড়ে।

নিদ্রায় তৃপ্তি নাই, রাত ৩ টার পর লক্ষণ বৃদ্ধি।


রক্তস্রাব

________

শরীলের যে কোন স্থান হইতে রক্তস্রাব হইলে। অতিরিক্ত পরিমানে রক্তস্রাব হয়ে রোগী ফ্যাকাশে ও দুর্বল হইয়া পড়ে। সমস্ত শরীল ঠান্ডা হইয়া যায়। গর্ভস্রাবের পর অতিরিক্ত রক্তস্রাব হইলে, রক্তস্রাবের পর মাথাঘোরা থাকিলে চায়না অধীক কার্যকরী রিমেডি।

⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳

সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ/নির্দেশনা

ছাড়া কোনো ওষুধ সেবন করা  উচিত নয়।


📗হোমিওপ্যাথিক টিপস

🌿জার্মান হোমিও কেয়ার

☎হেল্পলাইন 🏪01955507911

No comments:

Post a Comment