এসাফিটিডা (মেটেরিয়া মেডিকা)

এসাফিটিডা (মেটেরিয়া মেডিকা)


🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒


আঞ্চলিক ভাষায় এসাফিটিডাকে হিং বলে।

বৃক্ষের নির্যাস হইতে প্রস্তুত হয়।

এসাফিটিডার রোগীর মনে দৃড়তার বড়ই অভাব। অনেক রোগীকে দেখা যায় - একদিনের বেশী দুইদিন কোন ডাক্তারের কাছে যায় না,ডাক্তার বা ঔষধের উপর বিশ্বাস রাখতে পারেনা। শুধু চিকিৎসাতে নয়, খাদ্য খাবার এমন কি নিদিষ্ট একটি ধর্মেও বেশীদিন তার বিশ্বাস থাকেনা।

একটু ধীরভাবে লক্ষ্য করলেই এসাফিটিডার রোগীকে আমরা চিনতে পারবো। যদি কোন রোগী বলে - আমি প্রায় প্রতিদিন চোর ডাকাতের স্বপ্ন দেখি। তখন নেট্রাম মিওর অ্যালুমিনা,

সোরিনাম,অরাম মেট,স্যানিকুলার এই ৫টি ঔষধের পূর্ন চিত্র মনে মনে স্বরণ করলেই হয়তো দেখবো সামনে নেট্রাম মিওর বসে আছে।

কিন্তু কখনো কখনো এক নজরে রোগী চেনা কিছুতেই সম্ভব হয়ে উঠেনা। 

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

এসাফিটিডা চক্ষুরোগে কার্যকারী।

চক্ষুগোলকের উপর ক্ষত, কনিয়ায় ক্ষত,এমন কি তা যদি চক্ষুগোলকের শ্লৈল্মিক ঝিল্লীও আক্রম করে ,তাতে যদি জ্বালা,তীব্র সুচীবিদ্ধবৎ যন্ত্রনা,এবং উম্মুক্ত বাতাসে উপশম ও রাত্র বৃদ্ধি হয়, এসাফিটিডা উপযোগী।

চক্ষুর সন্মুখে কুয়াসার মত বা কাল কাল উড়ন্ত মশা মাছি দেখতে পায়।

এমন চক্ষুপীড়া চিকিৎসায় যদি পুরাতন সিফিলিসের ইতিহাস পাওয়া যায়, এসাফিটিডা আরো অধিক কার্যকরী।

ঐ সমস্ত লক্ষনসমষ্টির সাথে যদি রোগীর মানসিক লক্ষনের মিল থাকে, প্রতি সপ্তাহে এক মাত্রা এসাফিটিডা ২০০ শক্তি সেবনে দুই মাসেই রোগী সম্পুর্ন সুস্থ্য হবে,


অধিকৃত রোগাদিঃ নার্ভাস অর্থাৎ স্নায়ুবিক বিশিষ্ট ব্যাক্তি এবং হিষ্টিরিয়াযুক্ত ব্যাক্তিতে উপুযুক্ত ঔষধ।

EYE- অক্ষির ভিতরে চতুরদিকে, রাত্রিকালে দপ দপ করিয়া বেদনা। কর্নিয়াতে বিস্তৃত অগভীর ক্ষত।সাথে জালা,সুই ফুঁটান,চাপ বেদনা, বিশ্রাম এবং চাপে উপশম।

নাসিকা হইতে দুর্গন্ধময় পূজক্ষরন। নিম্ন ওষ্ঠ স্ফীত, দাঁতত কড় মড় করা, প্লীহা এবং উদর মধ্যে গরম হওয়া। 

ঢেকুরে রসুনের মত গন্ধ,বাত নীচের দিকে নির্গত হয় না, কিন্তু উপরের দিকে নির্গত হইতে থাকে। 

পাতলা, পানির মত পায়খানা।

প্রস্রাবে তীব্র ক্ষার গন্ধ। স্তনের দুগ্ধ অতি অল্প। 

অবিরত গলা খুস খুস করিয়া কাশি, হার্ট অবিরত স্নায়ুবীক প্যালপ্যাটিশন।

হিস্টিরিয়া যুক্ত রুগীর এসাফিটিডার আদত ক্রুড ঔষধের গন্ধেও চৈতন্য লাভ করে।

অস্থিক্ষয় রোগ। গুহ্যদারেক্ষত।

সুত্রঃ সিদ্ধিপ্রদ লক্ষনচরন। 


🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

উৎকৃষ্ট এসাফিটীডা ,অন্তে অস্ত্র চিকিৎসায়"।

গুরুতর অস্ত্রোপচারের পর রোগি অত্যান্ত অবসন্ন হইয়া পড়িলে এই ঔষধ বিশেষ ফলপ্রদ।

যাহাদের দেহ পারদ ও উপদংশ বিষে জর্জ্জরিত তাহের অস্থি পীড়ায় বিশেষ ফলপ্রদ।

এসাফেটিডা ক্ষতস্থানে উত্তেজনা থাকে ,ব্যন্ডেজ পর্যন্ত দিতে দেয়না পুজে অত্যান্ত দুর্গথাকে ।

সাইলিসিয়াএরুপ উত্তেজনা বা দুর্গন্ধ থাকেনা ।


🌿🍎🌿🍎🌿🍎🌿🍎🌿🍎🌿🍎🌿🍎🌿

সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ/নির্দেশনা

ছাড়া কোনো ওষুধ সেবন করা  উচিত নয়।

⛳আপনারা যদি মনে করেন লেখাগুলো আপনার জন্য উপকারি তাহলে আরেক ভাইয়ের জন্যও হয়তো উপকারি হবে , আপনি কষ্ট করে লেখাটি শেয়ার করলে অন্য ভাইও লেখা পড়ে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। তাই শেয়ার করুন এবং পেজে লাইক বৃদ্ধিতে সহায়তা করুন। আর এ জন্য ইনভাইট অপসানে গিয়ে বন্ধুদেরকে পেজ লাইকের ইনভাইট পাঠান।মনে রাখবেন জানার কোন শেষ নেই।


📗হোমিওপ্যাথিক টিপস

🌿জার্মান হোমিও কেয়ার

☎হেল্পলাইন 🏪01955507911

No comments:

Post a Comment