কেস টেকিং-১ম পর্ব (পাইলস)

🎄সফল রোগীর কেস টেকিং-(এক)

💦ধারাবাহিক পর্ব

রোগীর বিস্তারিত ঠিকানা,মোবাইল নাম্বার সহ দেওয়া হল।

✨রোগীর নাম:- মোঃ কামরুদ্দীন

💦রোগীর বয়স:-30 বছর

✨ঠিকানা:-শেখ মুজিব রোড,আগ্রাবাদ,চট্রগ্রাম।

✨মোবাইল নাম্বার:-01836078435


💦রোগ/সমস্যা:-অশ্ব (পাইলস),পায়ূ পথে দুইটি গোটা ছিল একটি স্হির অন্যটি মাঝে মাঝে দেখা যায়,টাটানী ব্যথা ছিল।


💦মানষিক অবস্হাঃ দুংখপূর্ন ও ভার ভার থাকত

💦স্বভাবঃ প্রতিবাদ সহ্য করতে পারত না

💦মেজাজঃ খিটখিটে মেজাজের ছিল সেই সাথে মানষিক অবসাদ

💦চিন্তাধারাঃ বিভ্রান্তি মূলক

💦খারাপ লাগাঃ নিদ্রার পর খারাপ লাগত

💦বোধঃমলদ্বারে অস্বস্তিবোধ

💦অনুভূতিঃ মলদ্বারে কাঠিপোড়া আছে এমন অনুভূতি।


💦অশ্বের সাথে রক্ত যেত

💦সকালে ঘুম থেকে উঠার পর বেড়ে যেত

💦গরমকালে সমস্যাটা কম থাকত

Rx:

নির্ধারিত মেডিসিন ছিল ইস্কিউলাস হিপ ২০০ পরবর্তীতে ১এম।


নোটঃ পূর্বে কিছুদিন কলিনসোনিয়া ২০০ ব্যবহার করা হয়েছিল।


🚩তো চলুন ইস্কিউলাস হিপের মেটেরিয়া মেডিকা এক নজরে দেখে নিই।


🌸ইস্কিউলাস হিপ

🚩Aesculus Hip

মানুষের মধ্যে যেমন জনপ্রিয়তা আছে

ঔষধের ক্ষেত্রেও তদ্রুুপ জনপ্রিয়তা আছে।

ইস্কিউলাস হিপ তেমনি একটি পপুলার ঔষধ।

আসুন একটু ইস্কিউলাস স্ট্যাডি করি।

🌸উৎসঃ উদ্ভিজ

🌸 ব্যবহৃত অংশঃ টাটকা,সুপক্ক ফলের ভিতরের শাঁস ঔষধে ব্যবহৃত হয়

🌸প্রুভারঃ ডা.হেলবিগ,বুচম্যান,হেল

🌸 মায়াজমঃ সোরিক

🌸 রোগ প্রবনতাঃ অর্শ তথা পাইলস সংক্রান্ত

🌸কাতরতাঃ গরমকাতর

🌸ক্রিয়াস্হলঃ ভেইনস,লিভার,এনাস,মিউকাস মেমব্রেন

🌸রোগ নির্দেশনাঃ অর্শ,পিঠে ব্যাথা, সাদাস্রাব,বাত,হার্নিয়া,মাথাব্যাথা

🚩নির্দেশিত লক্ষনঃ

👉👉মলদ্বারে অস্বস্তিবোধ

👉👉কটিবাত বা কোমরে ব্যাথা

অংগ প্রত্যংঙ্গ ভার বোধ

ভ্রমনশীল বেদনা

👉👉মলদ্বারে কাঠিপোড়া অনুভূতি

👉👉নিদ্রার পড়ে খারাপ লাগে

🚩মানষিক লক্ষনঃ

👉👉অত্যান্ত কুপিত স্বভাব,মন সর্বদায় দুংখপূর্ন ও ভার ভার,প্রতিবাদ সহ্য হয়না

👉👉অবসাদ ও খিটখিটে

👉👉বিভ্রান্ত

🚩কারুনঃ

👉👉মলদ্বার শুস্ক মনে হয় ছোট 

ছোট কাঠিতে ভর্তি

👉👉রক্তস্রাব যুক্ত,বেদনাপূর্ন অর্শ

👉👉শুস্ক গলা সাথে সূচ ফোটানো বেদনা

🌸বৃদ্ধিঃঘুম থেকে উঠার পর,নড়াচড়ায়,খাবার পর,হাটা চলার সময়

🌸হ্রাসঃমুক্ত বাতাসে,গোসলে,নিয়মিত পরিশ্রমে

🌸শক্তিঃQ,200

🌸ক্রিয়াকালঃ 30 দিন

🌸নোটঃ কলিনসোনিয়ায় অর্শ অসম্পূর্নরুপে উপশমিত হবার পর ইস্কিউলাস প্রায়ই আরোগ্য করে।নাক্স এবং সালফারে অর্শ আংশি উপশম হবার পর যদি না সারে সেক্ষেত্রে প্রযোজ্য

ডা.এইচ,সি এলেন

(Practical key to Homoeopathy)


ডাঃ মোঃ ফরহাদ হোসেন

D.H.M.S(B.H.B),DHAKA

কনসালট্যান্ট 

হোমিওপ্যাথিক মেডিসিন


🌿🍎🌿🍎🌿🍎🌿🍎🌿🍎🌿🍎🌿🍎🌿

সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ/নির্দেশনা

ছাড়া কোনো ওষুধ সেবন করা  উচিত নয়।

⛳আপনারা যদি মনে করেন লেখাগুলো আপনার জন্য উপকারি তাহলে আরেক ভাইয়ের জন্যও হয়তো উপকারি হবে , আপনি কষ্ট করে লেখাটি শেয়ার করলে অন্য ভাইও লেখা পড়ে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। তাই শেয়ার করুন এবং পেজে লাইক বৃদ্ধিতে সহায়তা করুন। আর এ জন্য ইনভাইট অপসানে গিয়ে বন্ধুদেরকে পেজ লাইকের ইনভাইট পাঠান।মনে রাখবেন জানার কোন শেষ নেই।


📗হোমিওপ্যাথিক টিপস

🌿germanhomoeocare.blogspot.com

☎হেল্পলাইন 🏪01955507911

No comments:

Post a Comment