রোগী এনালাইসিস

তিন মাসের চিকিৎসায় গনোরিয়া থেকে মুক্তি

VDRL-Not Reactive


রোগীর নাম মোঃ রিপন হোসেন

বয়স:-26 বছর

রোগ ছিল গনোরিয়া, প্রস্রাবের সাথে বীর্য যেত।

দীর্ঘ পাচ মাস যাবৎ রোগে ভুগছিল।আমার কাছে এসে বল্ল স্যার আপনিই শেষ ভরসা(আমি উছিলা মাত্র)।

সাধারনত এই ধরনের কথা শুনলে বুকে ধক করে লাগে ইস রোগী কতইনা বিশ্বাস নিয়ে আসছে।

অনেক ব্যস্ততার মধ্যে আছি তারপরও বিষয়টা শেয়ার করতে ইচ্ছা হল বিশেষত দায়বদ্ধতা থেকে।রোগী সুন্দর একটা ঘড়ি পাঠিয়েছে এমন মমতা নিয়ে বলেছে যে ঘড়িটা ফিরিয়ে দিতে পারি নাই।

আমি রোগীর মানষিক ও শারীরিক বিষয়গুলোর দিকে বেশি নজর দিয়েছিলাম।যা লক্ষ করেছি:-

✒ রোগীর মনটি অস্থির, ব্যাকুল ও ব্যস্ত নানা রকম খেয়ালে পূর্ণ ছিল।

✒ লেখা পড়ায় মন বসত না।

✒ প্রশ্ন করলে অনেক চিন্তা করে উত্তর দেয়-বুঝতে পারলাম স্মৃতিশক্তি দুর্বল।

✒যে পরিমাণে পানি পান করে তা অপেক্ষায়ও প্রস্রাবের পরিমাণ অধিক হয়।

✒ দ্রুত ও তাড়াতাড়ি কথা বলে।

✒ কাহাকেও বিশ্বাস করেনা।

✒ খুন জখমের কাজ রোগীর কাছে স্বাভাবিক কর্ম মনে হয়।

✒ খেয়ালের বশে রোগী জিনিসপত্র ভাঙ্গে চুরমান করে, আপনজনকেও গালাগালি করে।

এই কথাগুলো প্রথমে বলেনাই কৌশলে জানতে হয়েছে।

✒রোগ লক্ষণ রাত্রিতে বেড়ে যায়।

✒মুখ হইতে অনকরত লালা  নিঃসরণ-এটা সামনা সামনী লক্ষ করেছি।

✒প্রচুর আমাশয় ও রক্তমাশয় ছিল, কোঁথানি, শূলানি ও বেগ সহ।

✒রোগীর  জিহবা মোটা ছিল বড় ও থলথলে, তাতে দাঁতের দাগ।

✒ টনসিলের সমস্যা ছিল।

সমস্ত লক্ষন মার্কসলে দিকে ইঙ্গিত করছিল।


দুরের রোগী হওয়ায় আমি তাকে তিনমাসের ঔষধ একবারে দিয়ে দেই।যথাক্রমে ২০০,১এম,১০এম।৫০ এম দেওয়ার প্রয়োজন পড়ে নাই।

রোগীকে নতুন করে টেস্ট করাতে বললাম

রেজাল্টঃ-

VDTL-Not Reactive(আগে পজেটিভ ছিল)

TPHA-Negative


রোগীর সুস্হতায় আমাদের শান্তি।যখন কেউ ফোন করে বা সামনা সামনি বলে স্যার আমি ভাল হয়ে গেছি তখন কত যে ভাল লাগে সেটা একমাত্র চিকিৎসকই ভাল জানে।বুকটা অনেক বড় হয়ে যায়।


⭕🌿🌳🍀🌲⭕🌿🌳🍀⭕🌿🌳🍀⭕

হোমিওপ্যাথিক টিপস অল্প সময়ে অধিক গ্রহনযোগ্যতা অর্জন করায় ফেসবুক কতৃপক্ষ সম্ভবত অনেক পোস্ট স্পামবক্সে ফেলে দিয়ে বুস্ট করার জন্য বার বার রিমান্ডার দিচ্ছে।

এটি একটি পরামর্শ ও সচেতনতামূলক পেজ।বুস্ট করে জনপ্রিয়তা অর্জনের কোন কার্যক্রম গ্রহন করার মানষিকতা এডমিনের নেই।আর তাছাড়া দর্শক প্রিয়তার চেয়ে বড় বুস্ট আর নেই।

তাই বেশি বেশি লাইক ও শেয়ার করুন যাতে পরবর্তী লেখার অনুপ্রেরনা পাই আর আপনার মাধ্যমে যেন অন্য কেউ উপকার পায়।অন্যথায় হয়তো লেখার মানষিকতা হারিয়ে যাবে।যে কোন পরামর্শের জন্য যে কেউ যোগাযোগ করতে পারেন।সবার জন্য শুভকামনা রইল।

  

📗হোমিওপ্যাথিক টিপস

🌿জার্মান হোমিও কেয়ার

☎হেল্পলাইন 🏪01955507911

No comments:

Post a Comment