ছন্দে ছন্দে হোমিওপ্যাথি




🌳Album coppy

🌳Date:07/12/2018


A(a)=Aconite (একোনাইট)=একোনাইট খাব রাশি রাশি হঠাৎ হলে ঠান্ডা কাশি।


B(b)=Belladonna (বেলেডোনা)= বেলেডোনাতে যাবে মাথা ব্যাথা থাকবে না আর দুঃখ গাঁথা ।


C(c) =Capsicum (ক্যাপ্সিকাম) =ক্যাপ্সিকামের আছে কাম গলা জ্বালায় দেয় যে আরাম।


D (d) = Dulcamara (ডালকামারা) =ডাল্কামারাই হয় না বাশি শরত কালের সর্দি কাশি।


E(e)= Euphresia (ইউফ্রেসিয়া)=ইউ ফ্রেসিয়া থাকলে কাছে চোখ উঠলে মারো তাতে ।


F (f)=Ficus indica (ফিকাস ইন্ডিকা)= ফিকাস ইন্ডিকার কথা মনে পড়ে যখন গায়ে গতরে রক্ত ঝরে ।


G(g)=Gelsemium (জেলসেমিয়াম)=জেলসেমিয়াম

মিলে তাতে জ্বরের সঙ্গে সকল অংগ নিস্তেজ যাতে।


H(h)=Hypericum (হাইপেরিকাম)=হাইপেরিকামের

নাইকো আরাম পেরেক ফুটলে দেয় যে আরাম । হাইপেরিকামে হয় যে ব্যাঘাত স্নায়ুর শেষ প্রান্তে পাইলে

আঘাত।


I(i)=Ignatia (ইগ্নেসিয়া)=ইগ্নেসিয়ার অনেক কথা মনে যখন অনেক ব্যাথা।


J(j)=Justicea (জাস্টেসিয়া)=জা স্টেসিয়া থাকলে ঘরে ঘুংড়ী (তীব্র)কাশি যাবে মরে।


K(k)=kreosot(ক্রিয়জট)=ক্রিয়জট অনেকেই কয় মুখে যখন দন্ত ক্ষয়।


K(k)=kalmegh(কালমেঘ)=কালমেঘ মনে পড়ে কালাজ্বর থাকলে পড়ে।


L(l)=Lycopo dium(লাইকোপোডিয় াম)=লাইকোপোডিয়াম দিলে ক’বার জন্ডিস(যকৃত) পীড়া হবে সাবাড়।/ লাইকোপোডিয়াম দিলে পরে স্মৃতি

শক্তি বাড়ে বটে।


M(m)=Momordica charantia (মমোরডিকা ক্যারান্টিয়া)= মমোরডিকা ক্যারান্টিয়ার ভেষজ ক্রিয়া থাকেনা আর হাম পীড়া । 


N (n)=Nux vomica (নাক্স ভমিকা)=নাক্স ভমিকা খেলে পরে পেট ব্যাথা আর কোষ্ঠ্যকাঠিন্য শিথিল করে। 


O(o)=Opium (ওপিয়াম)=ওপিয়াম খেলে পরে দু চোখ

ঘুমে ঢলে পরে।/ওপিয়ামের কথা মনে পড়ে নাক ডেকে কেউ ঘুমে পড়ে।


P (p)=Pulsatilla(পালসাটিলা)=পালসা টিলার অনেক গীত লাজুক লাজুক চেহারাতে যত ব্যাথা তত শীত ।


Q (q)=Quassia amara(কোয়াসিয়া আমারা)=

কোয়াসিয়া দিলে পরে পরিপাক ক্রিয়া সবল কারে।/ কোয়াসিয়াই আছে ক্রিয়া থাকবেনা আর পেটের

পীড়া/কীড়া ।


{Q(q)=Quinia Indica(কুইনিয়া ইন্ডিকা)=কুইনিয়া খাইলে ক্ষণে প্রতি ম্যালেরিয়া জ্বর ছাড়বে অতি।}


R (r)=Rhus tox(রাস টক্স)=রাস টক্স দিলে যাবে চলে সারা অংগে ব্যাথা আর ফোস্কা পূর্ণ উদ্ভেদ হলে।


S(s)=Sizygium Jambolinum(সিজিজিয়াম

জাম্বোলিনাম)=সিজিজিয়াম দিব তাদের ডায়াবেটিস আছে যাদের।


T (t)=Terebinthina(টেরেবি ন্থিনা)=টেরেবিন্থিনা দিব

(খাওয়া্বো)তাদের মূত্র শূলে রক্ত যাদের।


U(u)=Urtica urens(আরটিকা ইউরেন্স)=আর্টিকা ইউরেন্স দিব তখন তখন আমবাত হবে যখন যখন।


V(v)=Verbascum(ভার্বাস্কাম)=ভা র্বাস্কাম তেলের নাম যাতে আছে কর্নশুলের কাম।


W(w)=Withania sominifera (উইদানিয়া সমিনিফেরা)= উইদানিয়া সমিনিফেরার নাইকো জুরী যাতে বল শক্তি সবল করি ।


X(x)=Xanthoxylum (এক্সান্থক্সাইলাম/জ্যান্থক্সাইলাম)

=এক্সান্থক্সাইলাম দিব সাথে সাথে বাধক ব্যাথার তৎখনাতে ।


Y(y)=Youhimbinum (ইউহিম্বিনাম)=ই উহিম্বিনাম এমনই নাম যাতে বাড়ে (পুরুষের)স্নায়ুর কাম ।


Z(z)=Zingiber (জিঞ্জিবার)=জিঞ্জিবার খেলে গিলে বদহজম জাবে মিলে ।/ জিঞ্জিবার রাখো সাথে বদহজম থাকলে সাথে। / জিঞ্জিবার খাবে না যারা বদহজমে থাকবে তারা ।

(লেখক খুজে পাওয়া যায়নাই)


🌹সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ/নির্দেশনা

ছাড়া কোনো ওষুধ সেবন করা  উচিত নয়।

⛳আপনারা যদি মনে করেন লেখাগুলো আপনার জন্য উপকারি তাহলে আরেক ভাইয়ের জন্যও হয়তো উপকারি হবে , আপনি কষ্ট করে লেখাটি শেয়ার করলে অন্য ভাইও লেখা পড়ে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। তাই শেয়ার করুন এবং পেজে লাইক বৃদ্ধিতে সহায়তা করুন। আর এ জন্য ইনভাইট অপসানে গিয়ে বন্ধুদেরকে পেজ লাইকের ইনভাইট পাঠান।মনে রাখবেন জানার কোন শেষ নেই ।


🌹হোমিওপ্যাথিক টিপস

🌹জার্মান হোমিও কেয়ার

🌹হেল্পলাইন 01955507911

No comments:

Post a Comment