গুরুত্বপূর্ন একক লক্ষনে হোমিওপ্যাথি।

🍉গুরুত্বপূর্ন লক্ষনের উপর প্রমানিত কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ।


আপনারা নিশ্চয় অবগত আছেন যে হোমিওপ্যাথিক ঔষধ রোগীর সামগ্রিক লক্ষনের উপর প্রয়োগ করতে হয়।আর সেটি সচরাচর কনসস্টিটিউশনাল ট্রিটমেন্টের ক্ষেত্রে।


কিছু কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ন/বিরল ১/২ টি লক্ষনের উপর ঔষধ প্রয়োগ করে চমৎকার রেজাল্ট পাওয়া যায়।

সেরকমই কিছু লক্ষনের উপর প্রমানিত হোমিওপ্যাথিক ঔষধের তালিকা দেওয়া হল


📝 সুচ ফুটে যাওয়া– হাইপেরিকাম ২০০।


📝 শিশুদের বমি– ইপিকাক ৩০,২০০।


📝শিশুদের দুধ খেলেই বমি– ইথুজা ৩০,২০০।


 📝 আঘাতের সাথে কালো দাগ থাকলে - আর্ণিকা, লিডাম ৩০,২০০।


📝আঘাত লেগে কেটে যাওয়া- ক্যালেন্ডুলা ছয় (বাহ্যিক ব্যবহার) ৩০ সেবন।


📝পেরেক, লোহার তারকাটা ফুটলে– লিডাম পল ৩০,২০০ ।



📝নাক দিয়ে হঠাৎ রক্ত, স্রাব– মিলিফোলিয়াম ৩০।


📝 হঠাৎ জ্বর, কারণ জানা নেই– একোনইট ৩০। জ্বরের প্রথম অবস্থা বেলেডোনা ৩০ ।


📝হঠাৎ করে শিশুদের পেট ব্যথা– ক্যামমিলা ৩০ ।


📝 ট্রেনে বা বাসের ধারে বসার কারনে ঠাণ্ডা লাগা– একোনাইট ৩০, হিপার ৩০।


📝 তেল জাতীয় খাবার খেয়ে পেট খারাপ– পালসেটিলা ৩০ ।


📝মহিলাদের দেরিতে মাসিক, মাসিক বন্ধ, অল্প পরিমাণ মাসিক হওয়া– এমিল নাইট্রেট ৩০ ।


📝মাসিকের সময় কোমরে ব্যথাসহ চাপ চাপ রক্তস্রাব– স্যাবাইনা ২০০।


📝 মাসিকের রক্তস্রাব অল্পমাত্রায় হয়, কিন্তু অধিক সময় স্থায়ী হয়– এব্রোমা আগস্টা ৬। অনিয়মিত মাসিক– জনোসিয়া অশোকা ৬। ডিমের সাদা অংশের মতো সাদাস্রাব– বোরাক্স


📝 সাদাস্রাব ঘন, ক্রিমের মতো ঘন– পালসেটিলা ৩০।


📝যৌনিদারে অসম্ভব চুলকানি– ফ্যাগোপাইরাম ৩০।


📝অতিরিক্ত স্বপ্নদোষ– চায়না ৩০। লম্বা যুবকের নিয়মিত স্বপ্নদোষ– এ্যাসিডফস ২০০।


📝 লিঙ্গের দুর্বলতা, ধজভঙ্গ, উত্তেজনা কম– টার্নেরা ৬ ।


📝মাংস খেয়ে পেটের গোলমাল– নাক্স ভোমিকা ৩০ ।


📝হঠাৎ মানসিক উত্তেজনা– ইগ্নেসিয়া ৩০,২০০ 


📝হঠাৎ ভয় পাওয়া, আক্ষেপ, একোনাইট ৬ ।


📝 কাজ করতে করতে হঠাৎ পায়ে হাতে খিল ধরা– ম্যাগফস ৩০।


📝 স্তনে আঘাত– কনিয়াম ২০০ ।


📝দাঁত তোলার পর রক্ত স্রাব হেমামেলিস Q, ৩০ 


📝ধোয়ার কারণে শ্বাসকষ্ট- আর্ণিকা ৩০, বোভিস্টা ২০০ 


📝জুতা পরার কারণে ফোস্কা পরলে– এলিয়ামসেপা ৩০ 


📝 মশা, বোলতা ও কীটপতঙ্গ কামড় দিলে– লিডাম ৩০, এনথ্রাক্স ৩০।


📝 গলায় মাছের কাটা ফুটলে– এনাগেলিস ৩০, সাইলেসিয়া ৩০।



এরকম আরো চমৎকার চমৎকার টিপস পেতে পেজে লাইক দিয়ে একটিভ থাকুন।হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্হ্য থাকুন প্রতিদিন।


ডাঃ মোঃ ফরহাদ হোসেন

D.H.M.S(B.H.B),DHAKA

কনসালট্যান্ট 

হোমিওপ্যাথিক মেডিসিন


🌿--------------------------------------------🌿

সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ/নির্দেশনা

ছাড়া কোনো ওষুধ সেবন করা  উচিত নয়।


📗হোমিওপ্যাথিক টিপস

🌿germanhomoeocare.blogspot.com

☎হেল্পলাইন 🏪01955507911


No comments:

Post a Comment