শত্রুভাবাপন্ন হোমিও ঔষধের তালিকা।


📝৪০টি হোমিওপ্যাথিক ঔষধ এবং এদের শত্রুভাবাপন্ন ঔষধ।

হোমিওপ্যাথিতে শত্রুভাবাপন্ন ঔষধে ক্ষতি ডেকে আনতে পারে:-


রোগীর সামগ্রিক লক্ষন বিবেচনা করে ঔষধ নির্বাচন করার সময় শত্রুভাবাপন্ন ঔষধের তালিকা মাথায় রাখতে হয়।অন্যথায় মারাত্বক ক্ষতি হবার সম্ভাবনা থাকে।


মনে রাখতে হবেপ্রতিটি ঔষধের অনুপুরক,প্রতিষেধক,শত্রুভাবাপন্ন ঔষধের জ্ঞান না থাকলে সঠিক চিকিৎসা হবে না।এমনকি রোগ আরোগ্যেে বাধা ও ক্ষতির সম্ভাবনা রয়েছে।এ বিষয়ে জানুন।রোগ আরোগ্যে সঠিক পথ অনুসরণ করতে হবে।


📝ঔষধের নাম ✒শত্রু ভাবাপন্ন ঔষধ 


📝নাক্স ভমিকা ✒ এসিড-এসেটিক,ইগ্নেসিয়া,জিঙ্কাম।


📝কষ্টিকাম ✒এসিড-এসেটিক,কফিয়া,ফসফরাস,গুয়েকাম,নাক্স।


📝ক্যামমিলা ✒ জিঙ্কাম।


📝চায়না ✒ডিজিটেলিস এবং সেলিনিয়াম।


📝লাইকো ✒ সালফারের পরে সালফ চক্রের ভেতর ব্যতীত ক্যাল্কেরিয়া,লাইকো,কফিয়া।


📝এসিড নাইট্রিক ✒ ল্যাকেসিস পরে ক্যাল্কেরিয়া কার্ব।


📝এলিয়াম সেপা ✒ এলিয়াম সেট,এলো সকোট্রিনা,স্কুইলাস হিপ।


📝এলো সকোট্রিনা ✒ এলিয়াম স্যাট।


📝এপিস ✒ রাসটক্স।


📝অরাম মিউর নেট্র ✒ কফিয়া, নাক্স।


📝ব্যারাইটা কার্ব ✒ ক্যাল্কেরিয়া কার্বের পরে।


📝বেলেডোনা ✒ এসিড-এসিটিক,ডালকামরা।


📝বোরাক্স ✒ এসিড-এসিটিক,ভাইবানাম।


📝বোভিষ্ঠা ✒ কফিয়া।


📝ক্যালাডিয়াম সেগ ✒ অরাম ট্রিফাইলাম।


📝ক্যাল্কেরিয়া কার্ব ✒ এসিড নাইট্রিক,ব্যারাইটা-কার্ব এবংসালফারে পরে খাটে না।


📝ক্যালেণ্ডুলা ✒ ক্যাম্ফার।


📝ক্যাম্ফার ✒পরে কেলি-নাইট্রিকাম।


📝ক্যান্থারিস ✒ কফিয়া।


📝কার্বো-ভেজ ✒ কার্বো-অ্যানিমেলিস,ক্রিয়োজোট খাটে না।


📝কলোফাইলাম ✒ কফিয়া।


📝কফিয়া ✒ ক্যান্থারিস,কক্কাস,ইগ্নেসিয়া,কষ্টিকাম।


📝ডিজিটেলিস ✒ নাইট্রি-স্পিরিডল।


📝ডালকামারা ✒ এসিড-এসেটিক,বেল,ল্যাকেসিস।


📝ইগ্নেসিয়া ✒ কফিয়া, নাক্স, ট্যাবেকাম।


📝কেলি-বাইক্রম ✒ ক্যাল্কেরিয়া পরে খাটে না।


📝ক্রিয়োজোট ✒ কার্বো-ভেজের পরে।


📝 ল্যাকেসিস ✒ এসিড-এসেটিক,এসিড-কার্বোলিক,এসিড-নাইট্রিক।


📝ডলকামারা ✒ এমন-কার্ব,সোরিনাম।


📝মার্কসল ✒ এসিড-এসেটিক, সাইলি কর্মক্ষম করারআগে বা পরে বিসদৃশ মার্কারি অপক্কবস্তুর উপর কাজ করে।


📝মিলিফোলিয়াম ✒ কফিয়া।


📝ফসফরাস ✒ কষ্টিকাম।


📝সোরিনাম ✒সিপিয়া।


📝রাস-টক্স ✒ এপিস বিসদৃশ কিন্তু ফসফরাস ভাল খাটে (কেন্ট)।


📝সার্সাপেরিলা ✒এসিড-এসেটিক।


📝সেলিনিয়াম ✒ চায়না,ভ্যানাডিয়াম।


📝সিপিয়া ✒ ব্রায়োনিয়া,ল্যাকেসিস।


📝সাইলিসিয়া ✒ মার্কসল।


📝স্টাফিসেগ্রিয়া ✒ র্যা নান-বাল্ব।


লক্ষ রাখতে হবে রোগী উপকার করতে গিয়ে ক্ষতি যেন না হয়।শত্রুভাবাপন্ন হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার করে রোগীর ক্ষতি করা একজন ডাক্তারের জন্য নীতি বিরুদ্ধ কাজ। 


ডাঃ মোঃ ফরহাদ হোসেন

D.H.M.S(B.H.B),DHAKA

কনসালট্যান্ট 

হোমিওপ্যাথিক মেডিসিন


🌿--------------------------------------------🌿

সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ/নির্দেশনা

ছাড়া কোনো ওষুধ সেবন করা  উচিত নয়।


📗হোমিওপ্যাথিক টিপস

🌿germanhomoeocare.blogspot.com

☎হেল্পলাইন 🏪01955507911

No comments:

Post a Comment