ট্রিবিউলাস-ট্রেস্টিস হোমিওপ্যাথিক মাদার টিংচার Q.

রোগ নির্দেশনা ও লক্ষন সমস্টি নিয়ে আলোচনা


🍎Tribulus terrestrisQ

🍎উৎসা:-ইক্ষুগন্ধা নামক এক প্রকার ক্ষুদ্র গাছ হতে টিংচা প্রস্তুুত করা হয়।

নিম্নলিখিত রোগের উপসর্গ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করে:

যৌন ইচ্ছা বাড়ায়

Genitourinary নালীর রোগ

কিডনি

ব্যাকটেরিয়াল ইনফেকশন

হেপাটোটক্সিসিটি ওবং মাদকাসক্তি জনিত

পেটের ফাঁপ

পেশী cramping

নিঃসরণ

মূত্রবর্ধক ঔষধ

ইমিউন সিস্টেম উন্নত

ডায়াবেটিস

লিপিড উচ্চ মাত্রা

প্রদাহ

ব্যথা

পেশী খিঁচুনি

কর্কটরাশি

ব্যাকটেরিয়া সংক্রমণ

পরজীবী সংক্রমণ

শোথ

লক্ষন সমস্টি:-

কেউ যদি যৌনরোগে ভূগেন। এই রোগ দেখাদেওয়ার পূর্বে বহু হস্তমৈথুন করেছেন। বর্তমানে ধজভঙ্গ হয়ে গেছে।প্রসাবের বেগ হলে ২/১ মিনিট ধারণ করতে পারেন না। প্রসাবে জ্বালা পোড়া হয়। কোমর ব্যথা করে। পায়খানা ওপ্রাসাব কালে ধাতু যায়। শরীর দুর্বল। তাহলে আপনে নিয়মিত ভাবে TRIBULUS TERRES Q (মাদার) কিনে


🍏প্রধান ক্রিয়া:-

______________

♦প্রস্রাবের ও জননেন্দ্রিয়ের উপর।

♦জননেন্দ্রিয়ের দুর্বলতা

♦বাহ্যে প্রস্রাবের সাথে বীর্যস্খলন

♦হস্হমৈথুন কিংবা অন্য কোন উপায়ে অবৈধ্যভাবে শুক্রক্ষয় করিয়া ধ্বজভংগ বা আংশিক ধ্বজভংগ।

♦প্রস্রাব ধারনে অক্ষমতা প্রস্রাব আসলে এক মিনিটও বেগ ধারন করতে পারেনা।

♦প্রস্রাবের সাথে জ্বালা যন্রনা।

যে ছয়টি লক্ষনের কথা বলা হয়েছে এই লক্ষনের কোন রোগীকে ভাল মানের প্রয়োজনে জার্মানী ঔষধ প্রয়োগ করলে অবশ্যয় ট্রিবিউলাস কার্যকরী মেডিসিন।পুরুষাঙ্গ পূর্বের ন্যায় শক্তিশালী ও যৌন মিলনে দীর্ঘক্ষন স্হায়ী হবে।

♦কোমর ব্যথা করে। 

♦পায়খানা ওপ্রাসাব কালে ধাতু যায়। 

♦শরীর দুর্বল।

♦আমার বোধ হয় জননেন্দ্রিয়ের দোষ নিবারনে ও শংষোধনে সমস্হ ঔষধ অপেক্ষায় ইহা অধিকতর ফলপ্রদ পরীক্ষা করে দেখতে পারেন।

ডাঃ এন.সি.ঘোষ

🍏মাত্রাঃ-৫ ফোটা প্রত্যহ ৩ বার সেব্য

আধাকাপ পরিমান পানির সাথে মিশিয়ে।

ডাঃ বোরিকের মতে

সমস্যা অধিকতর হলে ১০-২০ ফোটা 

দেওয়া যাবে।

🌿🍎🌿🍎🌿🍎🌿🍎🌿🍎🌿🍎🌿🍎🌿

সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ/নির্দেশনা

ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত নয়।

⛳আপনারা যদি মনে করেন লেখাগুলো আপনার জন্য উপকারি তাহলে আরেক ভাইয়ের জন্যও হয়তো উপকারি হবে , আপনি কষ্ট করে লেখাটি শেয়ার করলে অন্য ভাইও লেখা পড়ে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। তাই শেয়ার করুন এবং পেজে লাইক বৃদ্ধিতে সহায়তা করুন। আর এ জন্য ইনভাইট অপসানে গিয়ে বন্ধুদেরকে পেজ লাইকের ইনভাইট পাঠান।মনে রাখবেন জানার কোন শেষ নেই।

ডাঃ মোঃ ফরহাদ হোসেন

D.H.M.S(B.H.B),DHAKA

কনসালট্যান্ট 

হোমিওপ্যাথিক মেডিসিন

📗হোমিওপ্যাথিক টিপস

🌿germanhomoeocare.blogspot.com

☎হেল্পলাইন 🏪01955507911

No comments:

Post a Comment