হিজামা কী? কেন হিজামা করবেন?

হিজামা কী?কেন হিজামা করানো হয়?

🌼🌼-------------🌼🌼------------🌼🌼

📷বন্ধুরা নিশ্চয় বুঝতে পেরেছেন আজকে একটি ভিন্ন ট্রপিক নিয়ে আলোচনা করতে চলেছি।বেশ কিছু আগে থেকেই হিজামা নামক চিকিৎসা পদ্ধতিটি আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল।মাঝখানে ব্যস্ততার মাঝে ভুলেই গেছিলাম। তো আমার প্রিয় ফয়জুল হক জাহিদ ভাইয়ের পেজে গেলেই ইদানিং হিজামার বিষয়টা মাথায় চলে আসে কারন উনি হিজামা নিয়ে উঠে পড়ে লেগেছেন।ইচ্ছা পোষন করে ফেললাম হিজামার আদ্যোপান্ত দেখতে চাই।আমিতো জানলাম আসুন এবার আপনাদেরকেও একটু জানাই হিজামা কী?


📷হিজামা (আরবি: حجامة‎‎ অর্থ:"শোষণ")‎‏ শিঙ্গা লাগানো নামক প্রচলিত চিকিৎসার আরবি নামকরণ, যেখানে দেহের ত্বকের ব্যথাযুক্ত কোন অংশে সামান্য কর্তন করে সেখানে কাপ আকৃতির বায়ুশূণ্যকারী ছোট পাত্র নিশ্ছিদ্রভাবে এটে দিয়ে তা বায়ুশুন্য করে কর্তনকৃত।পা,মাথাব্যথা,

শরীলব্যথার মত অসুস্থতা নিরাময়ে এই চিকিৎসা প্রয়োগ করা হয়। ইসলাম ধর্মের নবী হজরত মুহাম্মদ (সাঃ) একে সর্বোত্তম চিকিৎসা বলে উল্লেখ করেছেন যা একাধিক বিশুদ্ধ হাদীসে পাওয়া গিয়েছে।হিজামা হল এমন একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যাতে মানুষের সকল প্রকার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা বিদ্যামান রয়েছে। 


📷রিও অলিম্পিকে ১৯তম সোনাজয়ের মুহূর্তে জলদানবখ্যাত মাইকেল ফেলপসের শরীরজুড়ে থাকা কালচে-গোলাপি রঙের দাগ দেখা যাওয়ার প্রেক্ষিতে আলোচনায় উঠে এসেছে এক ধরনের প্রাচীন চিকিৎসা পদ্ধতির কথা।


📷কেন হিজামা করাবেন?

হাদিসে আছে, হজরত রাসূলুল্লাহ (সা.) হিজামা করেছেন মাথাব্যথার প্রতিষেধক হিসেবে। পিঠের ব্যথার জন্য দুই কাঁধের মাঝে ও ঘাড়ের দু’টি রগে। হিজামার উপকারিতা সম্পর্কে সিহাহ সিত্তার গ্রন্থসমূহে বহু হাদিস রয়েছে। আপনার রোগ হলে যেমন ডাক্তারের কাছে যান। তারপর প্রয়োজন পড়লে অস্ত্রপোচারও করান। তেমনি আপনার রোগের জন্য হিজামা করাবেন। তাহলে ফায়দা স্বরূপ রোগ থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবেন।


📷আমাদের দেশে হিজামাকে সাধারণ অর্থে শিঙা লাগানো বলা হয়। অতি প্রাচীন এ চিকিৎসাপদ্ধতির উৎপত্তি আরবদেশে। হিজামাকে নবীর দেখানো বা বলা চিকিৎসা পদ্ধতি বলা হয়। হজরত রাসূলুল্লাহ (সা.) হিজামার উপকারিতা সম্পর্কে উম্মতকে অবহিত করেছেন। তিনি নিজে এ পদ্ধতির চিকিৎসা ব্যবহার করেছেন এমনকি অন্যকে হিজামা পদ্ধতির চিকিৎসা নিতে উৎসাহিতও করেছেন। হিজামার ব্যবহার রাসূলুল্লাহ (সা.) ও সাহাবাদের মাঝে ব্যাপকভাবে প্রচলিত ছিল।


📷হিজামা (শিঙ্গা/CUPPING) এর মাধ্যমে যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ

১। মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথাব্যথা

২। রক্তদূষণ

৩। উচ্চরক্তচাপ  (উচ্চ রক্তচাপ এর কারণ ও তা নিয়ন্ত্রণ করার সহজ উপায়)

৪। ঘুমের ব্যাঘাত (insomnia)

৫। স্মৃতিভ্রষ্টতা (perkinson’s disease)

৬। অস্থি সন্ধির ব্যাথা/ গেটে বাত

৭। ব্যাক পেইন

৮। হাঁটু ব্যাথা

৯। দীর্ঘমেয়াদী সাধারন মাথা ব্যাথা

১০। ঘাড়ে ব্যাথা

১১। কোমর ব্যাথা

১২। পায়ে ব্যাথা

১৩। মাংসপেশীর ব্যাথা (muscle strain)

১৪। দীর্ঘমেয়াদী পেট ব্যথা

১৫। হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা

১৬। থাইরয়েড গ্রন্থির সমস্যা

১৭। সাইনোসাইটিস

১৮। হাঁপানি (asthma)

১৯। হৃদরোগ (Cardiac Disease)

২০। রক্তসংবহন তন্ত্রের সংক্রমন

২১। টনসিল

২২। দাঁত/মুখের/জিহ্বার সংক্রমন

২৩। গ্যাস্ট্রিক পেইন

২৪। মুটিয়ে যাওয়া (obesity)

২৫। দীর্ঘমেয়াদী চর্মরোগ (Chronic Skin Diseses)

২৬। ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিষ্কাশন

২৭। ফোঁড়া-পাঁচড়া সহ আরো অনেক রোগ।

২৮। ডায়াবেটিস (Diabetes)   ছয়টি ফল রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

২৯। ভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপ্স/ হারনিয়েশান

৩০। চুল পড়া (Hair fall)

৩১। মানসিক সমস্যা (Psycological disorder)...সহ আরও অনেক রোগ।


📷হিজামার নির্দিষ্ট স্থানসমূহ 

 ১. মাথার উপরিভাগ তথা মধ্যভাগ।

২. মাথার ঠিক মাঝখানে। 

৩. ঘাড়ের উভয় পাশে। 

৪. ঘাড়ের নীচে উভয় কাঁধের মাঝখানে।

৫. উভয় পায়ের উপরিভাগে।

৬. মাথার নীচে চুলের ঝুটির স্থলে।

এছাড়াও হিজামার আরো অনেক পয়েন্ট আছে।

🌿🍎🌿🍎🌿🍎🌿🍎🌿🍎🌿🍎🌿🍎🌿

সতর্কতা:-যেহেতু হিজামা রাসূলুল্লাহ (সা.) ও সাহাবাদের মাঝে ব্যাপকভাবে প্রচলিত ছিল তাই আমাদেরও একটা দুর্বলতা আছে এটাকে কেন্দ্র করে অনেকে হিজামা করিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে তাই সঠিক জায়গা নির্বাচন করে হিজামা করবেন।সবাই ভাল থাকবেন,সুস্হ্য থাকবেন,নিরাপদে থাকবেন।


📗হোমিওপ্যাথিক টিপস

🌿জার্মান হোমিও কেয়ার

☎হেল্পলাইন 🏪01955507911

No comments:

Post a Comment